ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ

আজহার মাহমুদ

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আজহার মাহমুদ।

 

দলটির প্রাক্তন এই অলরাউন্ডারকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

আসন্ন নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করবেন মাহমুদ।

 

এর আগেও পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ বছরের মার্চে বাংলাদেশে এশিয়া কাপ ও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি অস্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে কাজ করেন। তখন অস্থায়ীভাবে কাজ করার কারণ ২০১৬ সালের জুলাই পর্যন্ত ইংলিশ কাউন্টি ক্লাব সারের সঙ্গে খেলোয়াড় হিসেবে চুক্তি ছিল তার।

 

১০ বছর পাকিস্তানের হয়ে ২১ টেস্টে ব্যাট হাতে ৯০০ রানের পাশাপাশি বলে হাতে ৩৯ উইকেট নিয়েছেন মাহমুদ। ১৪৩ ওয়ানডে খেলে ১৫২১ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট।

 

দুটি টেস্ট খেলতে আগামী ৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। ১৭ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট শুরু ২৫ নভেম্বর থেকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৬/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়