ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিত-ধাওয়ান জুটির রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিত-ধাওয়ান জুটির রেকর্ড

রেকর্ড জুটি গড়ার পথে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। ১৫৮ রানের উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন রোহিত ও ধাওয়ান।

আগের সর্বোচ্চ রানের জুটিতেও জড়িয়ে আছে রোহিতের নাম। ২০১৫ সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত ও বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন।

উদ্বোধনী জুটিতে ভারতের আগের সর্বোচ্চ ছিল গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ জুটির ১৩৬, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে।

রোহিত-ধাওয়ানের রেকর্ড জুটিতে ২০ ওভারে ৩ উইকেটে ২০২ রান তুলেছে ভারত। দুই ওপেনারই করেছেন ৮০ রান। ৫২ বলে ১০ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান ধাওয়ান। রোহিতের ৫৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অধিনায়ক কোহলি ১১ বলে ৩ ছক্কায় করেন অপরাজিত ২৬ রান।



রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ