ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রায় অর্ধশত হলে নিরব-তমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রায় অর্ধশত হলে নিরব-তমা

বিনোদন প্রতিবেদক : দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মডেল-অভিনেতা নিরব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে দেখা যাবে। তবে সশরীরে নয়, তাদের অভিনীত ‘গেইম রিটার্নস’ সিনেমাটি দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

রয়েল খান পরিচালিত এ সিনেমায় নিরব-তমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নবাগত লাবণ্য।

এ প্রসঙ্গে নিরব রাইজিংবিডিকে বলেন, ‘‘গেইম রিটার্নস’ অ্যাকশন ঘরানার সিনেমা। এতে আমি একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করেছি। টাকার বিনিময়ে মানুষ খুন করতে দেখা যাবে। আমার সহযোগী হিসেবে থাকেন লাবণ্য। আমরা দুজনই মিশা সওদাগরের দলের সদস্য হয়ে কাজ করি। একটি খুন করতে গিয়ে তমা মির্জার সঙ্গে দেখা হয়। সেখান থেকেই গল্পের মোড় নেয়। এর পর নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।’’

সিনেমা প্রসঙ্গে তমা বলেন, ‘গেইম রিটার্নস’ সিনেমার গল্পে ভিন্নতা রয়েছে। দর্শক এ সিনেমায় অ্যাকশনের পাশাপাশি রোমান্টিক কিছু দৃশ্য পাবেন। সমাজের বর্তমান সময়ের ঘটনা নিয়ে এর গল্প এগিয়েছে। সিনেমাটির গল্প দারুণ। আশা করছি দর্শক এ সিনেমার গল্প পছন্দ করবেন।’

এ সিনেমায় একটি আইটেম গান ও চারটি রোমান্টিক গান রয়েছে। ত্রিমুখী প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে এর সংলাপ ও কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।

নিরব, তমা ও লাবণ্য ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, ফারুক মজুমদার, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ আরো অনেকে। গত বছরের ২২ জানুয়ারি বিএফডিসির ঝরণা স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে গতকাল এর ট্রেইলার প্রকাশ করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়