বাংলাদেশের বিপক্ষে সিরিজের আফগানিস্তান দল ঘোষণা
প্রথমবারের মতো আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন দারউইশ রসুলি
ক্রীড়া ডেস্ক : দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
মঙ্গলবার অনেকটা তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে এসিবি। এদিন নিজেদের ও দিয়েছে আফগান বোর্ড। সেই দলের মাত্র পাঁচজন আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সি ব্যাটসম্যান দারউইশ রসুলি। ১৫ মাস পর দলে ফিরেছেন অফ স্পিনার নজিব তারাকাই।
ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী ৩ জুন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৫ ও ৭ জুন। দিবারাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আফগানিস্তান দল:
আসগর স্টানিকজাই (অধিনায়ক), নজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শাফিকউল্লাহ, দারউইশ রসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, শারাফুদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।
রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৮/পরাগ
রাইজিংবিডি.কম