ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গেইল চট্টগ্রামে-আফ্রিদি ঢাকায়, বাকি বিদেশিরা কে কোন দলে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেইল চট্টগ্রামে-আফ্রিদি ঢাকায়, বাকি বিদেশিরা কে কোন দলে?

বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। বিদেশি কোটায় সবার আগে ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ঢাকা ভিড়িয়েছে শহীদ আফ্রিদিকে। অবশ্য ড্রাফটের বাইরে এবং অবিক্রিত খেলোয়াড়দের তালিকা থেকে চাইলে দলগুলো খেলোয়াড় কিনতে পারবে। তার আগে চলুন দেখে নিই কোন দল বিদেশি কোটায় কাকে কাকে দলে ভিড়িয়েছে।

ঢাকা প্লাটুন : থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস ও শহিদ আফ্রিদি।

খুলনা টাইগার্স : রাইলি রুশো, রবি ফ্রেইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান ও রামানউল্লাহ গুরবাজ।

রাজশাহী রয়্যালস : রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ইরফান।

সিলেট থান্ডার্স :  শিরপান রাদারফোর্ড, শাফিকউল্লাহ শাফাক, নাভিন-উল হক, জনসন চার্লস ও  জিভান মেন্ডিস।

কুমিল্লা ওয়ারিয়র্স : কুশল পেরেরা, মুজিব-উর রহমান, দাওয়িদ মালান ও দাসুন শানাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষকা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ান ব্রায়ান ও ইমাদ ওয়াসিম।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ