ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রিকেট মাঠে সাপ!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেট মাঠে সাপ!

প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠের মধ্যে এর আগে মৌমাছির আক্রমণ দেখা গেছে। তবে এবার মাঠে ঢুকে গেছে রীতিমতো সাপ!

সোমবার ভারতের রঞ্জি ট্রফির এক ম্যাচে এমন অদ্ভুত ঘটনা ঘটে। তবে মাঠে ওই মুহূর্তে কোনো খেলোয়াড় উপস্থিত ছিলেন না।

টসের পর খেলা শুরুর আগে সাপটি মাঠে নিজের উপস্থিতি জানান দেয়। এরপর গ্রাউন্ডসম্যানরা সাপটিকে সরিয়ে ফেললে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ম্যাচটি মাঠে গড়ায়।

সোমবার রঞ্জি ট্রফির ৮৬তম আসরের প্রথম দিন ছিল। শুরুর দিন অন্ধ্র প্রদেশের মাঠে ‘এ’ গ্রুপে বিদর্ভ মুখোমুখি হয় স্বাগতিকদের। সকালে দুই দলের অধিনায়ক টস করতে মাঠে যান। বিদর্ভ অধিনায়ক ফাইজ ফজল টস জিতে হনুমা বিহারির অন্ধ্র প্রদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ব্যাটসম্যানরা প্রস্তুত হয়ে মাঠে নামবেন, এমন সময়ে অপ্রত্যাশিতভাবে মাঠে সাপ ঢুকে পড়ে। গ্রাউন্ডস্টাফরা সাথে সাথে মাঠে প্রবেশ করলেও সাপটি মাঠে বেড়াবার জন্য বেশ ভালো সময় পায়। অবশেষে গ্রাউন্ডস্টাফরা সাপটিকে সরিয়ে নিলে খেলা শুরু হয়।

মাঠে প্রাণীদের আক্রমণ সাধারণ ব্যাপার হলেও সাপ ঢুকে পড়ার ঘটনা অস্বাভাবিক। এর আগে গত বছর শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলের অনুশীলনের সময়ও মাঠে একটি সাপ ঢুকে পড়েছিল।

 

ঢাকা/ইমন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়