ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা

শ্রীলঙ্কার বিপক্ষ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ১ উইকেটে হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। হারের পর জরিমানাও গুণতে হয়েছে ক্যারিবিয়ানদের।

স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফি এর ৪০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই জরিমানা আরোপ করেন। ফিল্ড আম্পায়ার পল উইলসন ও রুচিরা পাল্লিইয়াংগুরুগে, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার লেনডন হানিবাল জরিমানায় সম্মতি দেন।

৫০ ওভার করার জন্য ওয়েস্ট ইন্ডিজকে যে সময় বেধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে তারা সেটা শেষ করতে পারেনি। দুই ওভার কম করতে পেরেছিল। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে মোট ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদেরকে।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিরেন পোলার্ড এই জরিমানা মেনে নিয়েছেন। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এক বর্তায় এমনটিই জানিয়েছে আইসিসি।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়