ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যর্থতা, সমালোচনায় শেষ কোহলির কিউই সফর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যর্থতা, সমালোচনায় শেষ কোহলির কিউই সফর

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, মাঠে আগ্রাসী ক্রিকেটের প্রতিমূর্তি। সতীর্থরা কোনো উইকেট শিকার করলে, কিংবা যে কোনো ভালো অর্জনে ক্রিকেটার কোহলির উদযাপন থাকে খাপছাড়া।

নিউজিল্যান্ডের মাঠে কেন উইলিয়ামসন আউট হওয়ার পর আবার এমন উদযাপনে নেতিবাচক খবরের শিরোনামে কোহলি। এবার কোহলির বাজে আচরণ নিয়ে সরগরম খোদ ভারতীয় মিডিয়া। এতদিন মাঠের ইস্যু ব্যাটে জবাব দেওয়া কোহলি, এবার নিউজিল্যান্ড সফরে ছিলেন সুপার ফ্লপ। তাই ভারতীয় গণমাধ্যম কোহলির আচরণ পরিবর্তন করা উচিত বলে খবরও ছেপেছে।

গত পাঁচ বছরের মধ্যে নিউজিল্যান্ডে ব্যাট হাতে সবচেয়ে বাজে সময় পার করেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই ছিলেন বিবর্ণ। তিন ফরম্যাটে যেখানে ক্যারিয়ার গড় ৫০+। সেখানে এবার গড়ের চিত্র দেখে মনে হয় যেন খাবি খাচ্ছে। কোহলির ক্যারিয়ারে এমন বিরল সময় গত পাঁচ বছরের মধ্যে খুব একটা দেখা যায়নি। তাই কোহলিকে নিয়ে এবার সমালোচনার ঝড় বয়ে গেছে ভারতীয় মিডিয়ায়। এমনকি সংবাদ সম্মেলনে সাংবাদিকের সঙ্গে একপাট কথার বিতর্কেও জড়ান কোহলি। এছাড়াও ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে নিশ্চিত এলবির শিকার হয়ে রিভিউ চেয়ে স্বার্থপর উপাধি পেয়ে সমর্থকদের রোষানলেও পড়েছেন।

এ সফরে কোহলি মোট ১১ ইনিংসে ব্যাট করে। এরমধ্যে ৩ ইনিংসে সিঙেল ডিজিটে আউট হয়। মাত্র তিনবার বিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেন। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের মোট ১১ ইনিংসে ব্যাট করে ফিফটি করেছেন সর্বসাকুল্যে ১টি।

নিউজিল্যান্ড সফরে কোহলি

টি-টোয়েন্টি- ৪৫, ১১, ৩৮ ও ১১।

ওয়ানডে- ৫১, ১৫ ও ৯।

টেস্ট- ২, ১৯, ৩ ও ১৪।

ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হয় টি-টোয়েন্টি দিয়ে। যেখানে চার ম্যাচে কোহলি ২৬.২৫ গড়ে ১০৫ রান করেন। সর্বোচ্চ রান ৪৫। সর্বশেষ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজে এর চেয়ে কম গড়ে রান করেছিলেন কোহলি।

নিউজিল্যান্ড সিরিজে কোহলির একমাত্র ফিফটি এসেছে ওয়ানডে ফরম্যাটে। করেছেন ৫১ রান। কিন্তু সিরিজে ব্যাটিং গড় মোটেও কোহলিসুলভ না। ৩ ম্যাচের ৩ ইনিংসে ২৫ গড়ে করেছেন মাত্র ৭৫ রান। সর্বশেষ ২০১৫ সালে এরচেয়ে কম গড়ে রান করেছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ১৬.৩৩ গড়ে ৩ ম্যাচে করেছিলেন ৪৯ রান। এছাড়াও একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচে ৮ গড়ে করেছিলেন ২৪ রান।

সর্বশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে সবকিছুর জবাব দিবেন কোহলি। এমনটাই আশা ছিল কোহলি ভক্তদের। কিন্তু এবারও ব্যর্থ কোহলি। চরম ব্যর্থতার পরিচয় দিয়ে ২ ম্যাচে ৪ ইনিংসে করেছেন মাত্র ৩৮ রান। গড়...৯.৫০। সর্বশেষ ২০১৭ সালে এর চেয়ে কম গড়ে রান করেছেন কোহলি। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯.২০ গড়ে ৩ টেস্টের ৫ ইনিংসে করেন ৪৬ রান। এছাড়াও সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে ১৪ গড়ে রান করেছিলেন কোহলি।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে কোহলির ভারত কেবল টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছিল। তাও ঘরের মাঠে ভারতের কাছে ধবলধোলাই হয়েছিল কিউইরা। এরপরে ওয়ানডে ও টেস্ট দুই সিরিজে ভারতকে ধবলধোলাই করে তার প্রতিশোধ নিলো কিউইরা। এরমধ্যে দুই টেস্টে পাঁচদিনের আগে ভারতকে হারায় নিউজিল্যান্ড।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়