ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম হচ্ছে না উইম্বলডন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম হচ্ছে না উইম্বলডন

করোনাভাইরাসের ধাক্কায় বাতিল হল উইম্বলডন ওপেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম হচ্ছে না টেনিসের শীর্ষ এ টুর্নামেন্ট। বুধবার আনুষ্ঠানিকভাবে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছে। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত উইম্বলডন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের ধাক্কায় উইম্বলডন বাতিল করতে বাধ্য হয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। পাশাপাশি ১৩ জুলাই পর্যন্ত পেশাদার কোনো টেনিস অনুষ্ঠিত হবে না বলেও নিশ্চিত করেছে তারা।  

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের চেয়ারম্যান ইয়ান হিউইট, ‘আমরা সিদ্ধান্তটি হাল্কাভাবে নেইনি। আমরা জনস্বাস্থ্যের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম উইম্বলডন আয়োজন করা হবে না। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে প্রতিযোগিতা বাতিল করাটাই ঠিক সিদ্ধান্ত। আমরা সর্বাত্মক চেষ্টা করবো সাধারণ মানুষের পাশে থাকতে।’

উইম্বলডন বাতিল হওয়ায় হতাশ টেনিসের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া দেন। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার টুইটারে একশব্দে লিখেন, ‘বিধ্বস্ত।’ দুইবারের চ্যাম্পিয়ন পেট্রা ভিরটোভা লিখেছেন,‘এ সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে। এটা শুধু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নয়, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদেরকে দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকতে হচ্ছে।’

সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস টুইট করেছে,‘খবরটা শুনে সন্ত্রস্ত।’ গত বারের চ্যাম্পিয়ন হালেপের প্রতিক্রিয়া, ‘উইম্বলডন এ বার আয়োজিত হবে না শুনে খুব খারাপ লাগছে। গত বারের ফাইনালটা আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হয়ে থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা টেনিসের থেকেও আরও বড় একটা লড়াই করছি। উইম্বলডন ফিরবে। আমাকে খেতাব রক্ষার লড়াইয়ে নামার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।’

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও টুইটারে বলেছেন,‘ভেতরটা শূণ্য শূণ্য লাগছে। ইতিহাসের পাতায় একটা বাধা আসল।’ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে,‘১৩৪তম চ্যাম্পিয়নশিপ ২০২১ সালের ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।’  

১৮৭৭ সালে প্রথম উইম্বলডন অনুষ্ঠিত হয়। মাঝে দুবার প্রতিযোগীতা বন্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের জন্য ১৯১৫ থেকে ১৯১৮ পর্যন্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪০ থেকে ১৯৪৫ পর্যন্ত।  

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়