ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমার শৈশবের নায়ক, সুপার হিরো’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার শৈশবের নায়ক, সুপার হিরো’

ব্রায়ান লারা ৫১ নট আউট। ২২ গজের ক্যারিয়ার থামিয়েছেন অনেক আগে। জীবনের ইনিংসে দাপিয়ে বেড়াচ্ছেন। অনন্তকাল চলুক এ ইনিংস, এমন প্রত্যাশা তো কোটি ক্রিকেটপ্রেমিদের।

ক্রিকেটের বরপুত্রের আজ ৫১ বছর পূর্ণ হলো। সারাবিশ্ব থেকেই শুভেচ্ছাবার্তা পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। ত্রিনিদাদ থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে বসে বাংলাদেশের এক ক্রিকেটারও শুভেচ্ছা জানিয়েছেন লারাকে। হয়তো লারার চোখে এড়িয়ে যাবে! হয়তো লারা কোনোদিনও জানবেন ও না! কিন্তু মনেপ্রাণে সেই ক্রিকেটার ধারণ করেন ক্রিকেটের বরপুত্রকে। তাইতো প্রতিষ্ঠিত সেই ক্রিকেটার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দেন,‘শুভ জন্মদিন আমার শৈশবের নায়ক, আসার সুপার হিরো। দীর্ঘজীবী হও।’

বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা মুশফিকুর রহিম। ছোটকাল থেকেই বড় হয়েছেন ব্রায়ান চার্লস লারার মাস্টারক্লাস দেখে। ভেতরে ভেতরে তখনই লারার প্রেমের পড়া। রাতভর টিভির পর্দায় লারার ব্যাটিং শৈলী দেখে মুগ্ধ হওয়া। স্বপ্নে সেই হিরো হওয়ার স্বপ্ন। কোনো সবুজ গালিচায় ব্যাট নিয়ে নামলেই যেন লারা হয়ে ওঠা! শৈশবে মুশফিকের প্রতিটি মুহূর্তই যেন ছিল লারাময়।

ক্রিকেট বুঝে উঠার আগে লারার প্রতি মুশফিকের ভালো লাগা। ব্যাট-বলের শ্রেষ্ঠত্ব বোঝার পর লারার প্রতি জন্মায় ভালোবাসা। সেই ভালোবাসা এতোটাই প্রবল যে, লারার জন্মদিনে কেক কেটে উদযাপনও করেছেন মুশফিক। ক্রিকেট বিশ্বকে অনেক স্মরণীয়, অসাধারণ সব হৃদয় নাড়িয়ে দেওয়া মুহূর্ত উপহার দিয়েছেন লারা। ৫০১, ৪০০, ৩৭৫ সহ কতো কিছু। কিন্তু মুশফিকের চোখে লারার সেই ১৫৩ -ই সর্বকালের সেরা। ওই এক ইনিংসেই লারা অতিমানবীয়।

ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার তিনি। বিশ্ব ক্রিকেটে এ বাঁহাতি একমাত্র ব্যাটসম্যান যিনি ফার্স্ট-ক্লাস ক্রিকেটে কুয়ান্টিপল সেঞ্চুরি এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কোয়াড্রপল সেঞ্চুরি করেছেন। তাইতো শুধু ক্যারিবিয়ান না, লারার নেশায় মত্ত হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়