ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কারাতে কোচ জুয়েলের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কারাতে কোচ জুয়েলের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

কারাতে কোচ ও জাজ মো. হুমায়ুন কবির জুয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।

প্রতিমন্ত্রী বলেন, ‘হুমায়ুন কবির জুয়েল বাংলাদেশ কারাতের একজন বড় অভিভাবক ছিলেন।  তিনি কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের কারাতেকে তুলে ধরেছিলেন। জুয়েলের মৃত্যু দেশের কারাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, জুয়েল বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি এশিয়ান পর্যায়ে জাজের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের যত কারাতের জাজ আছেন তাদের মধ্যে জুয়েলই সবচেয়ে বেশি আন্তর্জাতিক খেলা পরিচালনা করেছিলেন।

তিনি এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ, দক্ষিণ এশিয়ান কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ কারাতে রেফারি এসোসিয়েশনের কো-চেয়ারম্যান ছিলেন।

ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, সাবেক ন্যাশনাল চ্যাম্পিয়ন, জাতীয় কারাতে দলের সাবেক এবং বর্তমানে বাংলাদেশ আনসার কারাতে দলের কোচ।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান মো. হুমায়ুন কবির জুয়েল। তার বয়স হয়েছিল ৫২ বছর।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ