ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুবাইয়ে রোহিতের ক্রিকেট একাডেমি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুবাইয়ে রোহিতের ক্রিকেট একাডেমি

অবসরের পর কি করবেন ভারতের ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা? ভারতের সীমিত পরিসরের সহ-অধিনাযককে একাধিকবার এ প্রশ্ন করা হলেও কখনো পাওয়া যায়নি উত্তর!

তবে গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেল, দ‌্য হিটম‌্যান হিসেবে পরিচিত রোহিত শর্মা অবসরের পর ক্রিকেট নিয়েই ব‌্যস্ত থাকার পরিকল্পনা করছেন। এজন‌্য এখন থেকেই নিচ্ছেন প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে নিজের ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন রোহিত।

সেপ্টেম্বরে রোহিতের ক্রিকেট একাডেমি উদ্বোধন হবে। নিউজিল‌্যান্ডের সাবেক ক্রিকেটার ও ভারতের কোচ জন রাইট অতিথি কোচ হয়ে রোহিতের একাডেমিতে ট্রেনিং করাবেন। এছাড়া বিশ্বের সেরা ক্রিকেটার, কোচদেরও নিজের কোচিংয়ে ট্রেনিং করানোর আমন্ত্রণ জানাবেন রোহিত।

সিঙ্গাপুরের কোম্পানি ক্রিককিংডম গ্লোবাল লিডিটেড ও ভারতের রাচ স্পোর্টসের যৌথ অংশদারিত্বে দুবাইয়ে হবে ‘ক্রিককিংডম ক্রিকেট একাডেমি বাই রোহিত শর্মা’। রোহিত শর্মা বছরে একমাস এ একাডেমিতে সময় দেবেন এবং চার মাস পরপর জন রাইট প্রশিক্ষণে অংশ নেবেন।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়