ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিসির সন্দেহের চোখে ধাওয়ান!

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৯ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিসির সন্দেহের চোখে ধাওয়ান!

শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : সাধারণত ব্যাট হাতেই ভারতের হয়ে ওপেনিংয়ে আলো ছড়াতে দেখা যায় শিখর ধাওয়ানকে। তবে মাঝে মাঝে দলের প্রয়োজনে পার্ট-টাইমে বল হাতে দেখা যায় এই অফ-স্পিনারকে।

 

দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে বল  করেছেন তিনি। আর তার সেই বোলিং নিয়েই সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

 

এর ফলে বোলিং পরীক্ষার জন্য আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে ১৪ দিনের মধ্যে হাজির হতে হবে ধাওয়ানকে। তবে এই সময় পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো সমস্যা নেই ধাওয়ানের। দিল্লি টেস্টের ম্যাচ অফিসিয়ালরা এক বিবৃতিতে ভারতীয় টিম ম্যানজেম্যান্টকে এ ব্যাপারটি জানিয়েছেন।

 

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে তিন ওভার বল করেছেন ধাওয়ান। তিন ওভার বল করে ৯ রান দিয়েছিলেন এই অফ-স্পিনার। ফিরোজ শাহ কোটলায় ওই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩৭ রানে জয় পায় ভারত। আর এ জয়ের ফলে চার ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জিতে সিরিজ জয়ের স্বাদ পায় বিরাট কোহলির দল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৫/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়