ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ড

ক্রীড়া ডেস্ক: সাইপ্রাসে অ্যাপোয়েলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়ে গতকাল রাতে জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলখরা কাটিয়ে এ সাফল্যের মধ্য দিয়ে রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে এক বছরে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড এতদিন রোনালদোর দখলেই ছিল। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এ রেকর্ড গড়েন পর্তুগিজ সুপারস্টার। অ্যাপোয়েলের বিপক্ষে মাঠে নামার আগে এবার ১৬ গোল নিয়ে সমানে সমান ছিলেন রোনালদো। গতকাল জোড়া গোল করে নিজের আগের রেকর্ড ভেঙ্গে ১৮ গোলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো।

২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৮ গোল নিয়ে এখন নতুন উচ্চতায় রোনালদো। তবে নিজের এই রেকর্ড আর উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদ তারকার সামনে। আগামী ৬ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চলতি বছরে আরও একটি ম্যাচ বাকি রয়েছে রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচে গোল পেলে আর উঁচুতে পৌছে যাবেন লস ব্লাঙ্কোস তারকা।



রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়