ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সর্বকালের সেরা সেভ’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:১২, ২৮ সেপ্টেম্বর ২০২০
‘সর্বকালের সেরা সেভ’

লেগ স্পিনার অশ্বিনের শর্ট বল ঠিকঠাক টাইমিং করেছিলেন সানজু স্যামন। মিড উইকেট দিয়ে বল উড়ে যাচ্ছিল সীমানার বাইরে।

কিন্তু নাহ! সীমানায় ঘটল অবিশ্বাস্য কিছু। নিকোলাস পুরান দেখালেন চেষ্টা ও নিবেদন থাকলে অবিশ্বাস্য কিছু করা যায়। ফুল লেন্থ ড্রাইভ দিয়ে বল তালুবন্দি করলেন। কিন্তু তার শরীর সীমানার বাইরে। তাৎক্ষণিক বল বাউন্ডারির ভেতরে ছুঁড়ে দেন। চোখের পলকেই ঘটল অবিশ্বাস্য কিছু। আম্পায়ার টিভি রিপ্লে দেখে নিশ্চিত করলেন, বল সীমানা পাড় হয়নি, ছক্কাও হয়নি। দৌড়ে দুই রান নিয়েছিলেন স্যামন।

নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে পুরান নিজে অবাক হননি। তবে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সবাই টুইট করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভারতের সাবেক ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার টুইট করে লিখেন, ‘আমার জীবনে দেখা সেরা সেভ এটিই, স্রেফ অবিশ্বাস্য!

ভারতের সাবেক ওপেনার বীরন্দ্রর শেবাগ লিখেন, ‘গ্রাভিটি নামে একটি জিনিস আছে সেটা পুরান হয়তো ভুলে গেছে। অবিশ্বাস্য। অসাধারণ সেভ।’

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘আমার দেখা সেরা ফিল্ডিং সেভগুলোর একটি করে দেখিয়েছে পুরান। সীমানা অতিক্রম করে দিয়েছিল। সেখান থেকে ফিরিয়ে আনা….ওয়াও!’

পুরানের অবিশ্বাস্য সেভে প্রশংসিত হচ্ছেন কোচ জন্টি রোডস। সর্বকালের সেরা এ ফিল্ডার পাঞ্জাবের কোচের ভূমিকায় রয়েছেন। তার মতে, পুরান সর্বকালের সেরা সেভ করেছেন। টেন্ডুলকারের টুইট শেয়ার করে লিখেন, ‘টেন্ডুলকার যখন বলছে এটা অবিশ্বাস্য, তখন বলতে দ্বিধা থাকবে না এটিই সর্বকালের সেরা সেভ। অসাধারণ কাজ পুরানের।’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়