ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বব উইলিস ট্রফি জিতলো এসেক্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২০  
বব উইলিস ট্রফি জিতলো এসেক্স

ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বব উইলিস ট্রফির শিরোপা জিতলো এসেক্স। শেষ চার বছরের মধ্যে এসেক্সের এটি তৃতীয়বারের মতো শিরোপা জয়। এবারের আসরে রানার্স আপের শিরোপা জিতেছে সমারসেট।

এসেক্সের এবারের শিরোপা জয়ের নায়ক ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। জাতীয় দল থেকে অবসর নিলেও এই তারকার ব্যাটে রানের ফোয়ারা এখনও ছুটছে। লর্ডসের ফাইনালে এই তারকা ব্যাটসম্যানের বিশাল শতকে বড় রানের দেখা পায় এসেক্স। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে রান ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা আসে এসেক্সের ঘরে।

এদিকে সমারসেটের আক্ষেপ থাকবে ২৬ রানের। ফাইনালে এসেক্স প্রথম ইনিংসে কুকের ১৭২ রানের বদৌলতে তোলে ৮ উইকেটে ৩৩৭ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সমারসেট তুলতে পারে ৩০১ রান।

দ্বিতীয় ইনিংসে সমারসেট করেছে ৭ উইকেটে ২৭২ রান। ফলে দ্বিতীয় ইনিংসে এসেক্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩৭ রান। ৬ উইকেটে ১৭৯ রান তোলার পরে খেলা শেষ হয়ে যায়। ফলে ম্যাচ ড্র হয়ে যায়। তবে প্রথম ইনিংসে রান ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা জেতে এসেক্স।

এবারের আসরে সর্বোচ্চ রান করেছে অ্যালিস্টার কুক। ৬ ম্যাচে ১১ ইনিংসে করেছে ৫৬৩ রান। যেখানে দুটি শতক ও এক ফিফটি রয়েছে। আসরের সর্বোচ্চ উইকেটও শিকার করেছে এসেক্সের সাইমন হার্মার। এই অফস্পিনার নিয়েছেন ৩৮ উইকেট।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়