ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যানইউকে ঘিরে রেফারিদের বিরুদ্ধে অভিযোগ মরিনহোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২০
ম্যানইউকে ঘিরে রেফারিদের বিরুদ্ধে অভিযোগ মরিনহোর

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার। রোববার অনুষ্ঠেয় ম্যাচটি হবে রেড ডেভিলদের মাঠে। আর সেই ম্যাচের আগে কথার যুদ্ধে মেতেছেন স্পারস কোচ মরিনহো। রেফারিরা ম্যানইউকে পেনাল্টি পাইয়ে দেয়, রেফারিদের বিরুদ্ধে এমন পক্ষপাতমূলক অভিযোগ আনলেন স্পেশাল ওয়ান।

রেফারিদের ম্যানইউয়ের পক্ষ নেওয়া নিয়ে মরিনহো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলাটা বেশ কঠিন। আমি বলছি না, তারা প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন; কিন্তু এটা কঠিন কারণ, খেলার ৯০ মিনিট পরেও রেফারি আপনাকে মাঠে ডেকে আনতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি দেওয়ার জন্য। রেফারি ড্রেসিং রুমে এসে বলতে পারে, আপনার গোলরক্ষককে আবার জার্সি পরতে বলুন, যেন সে মাঠে গিয়ে ব্রুনো ফার্নান্দেজের মুখোমুখি হয়।’

আরো পড়ুন:

ম্যানইউয়ের বিপক্ষে খেললে জয়ের পরে কেবল বাড়ি গিয়ে উদযাপন সম্ভব জানিয়ে এই কোচ আরও যোগ করেন, ‘আপনি তাদের বিপক্ষে জয় কেবল বাড়ি গিয়ে উদযাপন করতে পারেন। কারণ, আপনি যদি স্টেডিয়ামের আশেপাশেও থাকেন, ম্যানইউকে আরও একটি পেনাল্টি দেওয়া রেফারির পক্ষে সম্ভব।’

রেফারিকে নিয়ে পক্ষপাতের অভিযোগ ধোপে টিকবে কিনা, সেটি নিয়ে বিতর্ক থাকলেও, ম্যানইউয়ের পেনাল্টি ভাগ্য নিয়ে মরিনহোর খোঁচাটা সত্যই। সর্বশেষ মৌসুম থেকে এই পর্যন্ত ম্যানইউ মোট ১৫টি পেনাল্টি পেয়েছে। যার মধ্যে অনেকগুলোই ম্যাচের শেষাংশে; এবং ব্রুনো ফার্নান্দেজ রেড ডেভিলদের জার্সি গায়ে জড়ানোর পর প্রতিটি পেনাল্টি থেকে গোল করে চলেছেন এই পর্তুগিজ।

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়