ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেলকে দলের বাইরে রাখলো ওয়েলস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২০  
বেলকে দলের বাইরে রাখলো ওয়েলস

এই মাসের শুরুতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় চোট পান ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল। হাঁটুর চোটটি তেমন গুরুতর না হলেও তাকে ছাড়া পরের তিন ম্যাচের দল ঘোষণা করেছে ওয়েলস।

নেশনস লিগে ফিনল্যান্ড ও বুলগেরিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে চোটে আক্রান্ত হন বেল। এরপর রিয়াল মাদ্রিদে ফিরে যান এবং খুব দ্রুত সময়ে পুরোনো ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তি সেরে ফেলেন। এখনও স্পারদের জার্সি পরা হয়নি। এরই মধ্যে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের জাতীয় দল থেকে বাদ পড়ার খবর এলো।

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর নেশনস লিগে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার মুখোমুখি হবে ওয়েলস। এই তিন ম্যাচে বেলকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন কোচ রায়ান গিগস, ‘দুর্ভাগ্যবশত আমাদের শেষ ক্যাম্পের পর গ্যারেথ অনুশীলন করেনি। কয়েকদিন হলো সে মাঠে অনুশীলন করছে। তার ও মেডিক্যাল টিমের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। এই ক্যাম্পের জন্য সে পুরোপুরি ফিট নয়।’

গিগস আরও জানান, চোট তেমন গুরুতর নয়, ‘গ্যারেথ সবসময় নিজেকে ফিট রাখে যেন সে দ্রুত মাঠে ফিরতে পারে। চোট সেরে উঠলে সে ফিরবে। এখন নতুন ক্লাবে সে, অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হতো। সে ফিট থাকলেই তো তাকে খেলায় পাবো।’

বেলের বাদ পড়া দলে নতুন মুখ রাইস নরিংটন-ডেভিস। নভেম্বরের পর প্রথমবার দলে ডাক পেয়েছেন জুভেন্টাস মিডফিল্ডার আরন রামজি।
আগামী ৮ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। এরপর ১১ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সঙ্গে ম্যাচ। 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়