Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

পেলে-রোনালদোর সঙ্গে নেইমারের তুলনা ‘অন্যায্য’: তিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৪ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৩৩, ১৪ অক্টোবর ২০২০
পেলে-রোনালদোর সঙ্গে নেইমারের তুলনা ‘অন্যায্য’: তিতে

পেরুর মাঠে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে রোনালদোকে টপকে ব্রাজিলের দ্বিতীয় শীর্ষ গোলদাতার আসনে বসলেন নেইমার। বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত এই জয়ের পর দলের প্রাণভোমরাকে প্রশংসায় ভাসালেন কোচ তিতে। তবে পেলে-রোনালদোদের সঙ্গে নেইমারের তুলনায় আপত্তি জানালেন তিনি।

১০ জনের পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করা নেইমারের এখন আন্তর্জাতিক গোল ৬৪। তিনি টপকে গেছেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী রোনালদোকে (৬২)। তার উপরে কেবল আছেন কিংবদন্তি পেলে (৭৭)। আর ১৪ গোল করলে সেলেসাওদের শীর্ষ গোলদাতা হয়ে যাবেন নেইমার। তাদের সঙ্গে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের তুলনাকে অন্যায্য বললেন তিতে।

ব্রাজিল কোচের মতে, প্রত্যেক প্রজন্মের খেলোয়াড়রা তাদের সময়টাকে নিজের করে নিয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, ‘জাতীয় দলের প্রত্যেক ঐতিহাসিক মুহূর্ত, প্রত্যেক প্রজন্মের নিজস্ব প্রতিভা আছে। ব্রাজিলের ছিল রোনালদো, যে ফেনোমেনন। রিভালদো, রোমারিও, বেবেতো প্রত্যেকে তাদের সময় নিজের করে নিয়েছিলেন। তাই একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা অন্যায্য।’

নেইমারকে প্রশংসায় ভাসিয়ে ব্রাজিলের কোচ বলেছেন, ‘নেইমার কী করতে যাচ্ছে, তা বলা যায় না। যে কোনও সময় সে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তীর-ধনুকের মতো সে। গোল করাতে পারে এবং করেও। প্রত্যেক দিন সে ভালো থেকে আরও ভালো হচ্ছে, আরও পরিণত হচ্ছে সে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়