ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোল করার তাড়না কমে গেছে মেসির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৬ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:২৩, ১৬ অক্টোবর ২০২০
গোল করার তাড়না কমে গেছে মেসির

লিওনেল মেসির কাছ থেকে এখন সবসময় গোলের প্রত্যাশা করা হবে বোকামি। কারণ আর্জেন্টিনা ও বার্সেলোনার সর্বকালের শীর্ষ স্কোরার এখন গোল করা নিয়ে কম আচ্ছন্ন। ক্যারিয়ারের এই বেলায় এসে এখন একজন দলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তিনি।

বার্সেলোনার ১৬ বছরের ক্যারিয়ারে ৭৩৪ ম্যাচ খেলে ৬৩৫ গোল করেছেন মেসি। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড গোল করাতে অবদান রেখেছেন ২৫৬ বার। তিনি যে এখন গোল করাতে বেশি পছন্দ করেন তা প্রমাণিত হয়েছে লা লিগার গত মৌসুমে। সতীর্থদের দিয়ে রেকর্ড ২১ গোল করিয়েছেন গত আসরে।

এখন ‘অ্যাসিস্ট ম্যান’ হতেই বেশি ভালো লাগছে মেসির। আর্জেন্টাইন মাসিক সাময়িকী গারগান্তা পোদেরোসাকে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘এখন আমি গোল করা নিয়ে কম আচ্ছন্ন। যত বেশি সম্ভব আমি এখন দলগত প্রচেষ্টায় অবদান রাখতে চাই।’

আর্জেন্টিনায় করোনাভাইরাসের বিধ্বংসী প্রভাব নিয়েও কথা বলেছেন মেসি। এই মহামারির মধ্যে দেশে যেভাবে সবাই একে অন্যের পাশে দাঁড়িয়েছে সেটা উল্লেখ করে তিনি বলেছেন, ‘এই মহামারির মধ্যে পানি, খাবার ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদা পূরণে আমাদের অবশ্যই পাশে দাঁড়াতে হবে।’

করোনার কারণে এই বছরের শুরুতে প্রায় ১০ লাখ ইউরো দান করেছিলেন মেসি। দেশের হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকগুলোতে তা বণ্টন করা হয়েছে। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘এই কঠিন সময়ে জনসেবায় মানুষ যেভাবে কাজ করছে তাতে আমি গর্বিত। আমাদের সমাজে বৈষম্য সবচেয়ে বড় সমস্যা এবং এর সমাধানে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’

আন্তর্জাতিক বিরতিতে এবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন মেসি। ইকুয়েডরকে ১-০ গোলে হারাতে একমাত্র গোলটি ছিল তার। আর বলিভিয়ায় ১৫ বছর পর তার দল জিতেছে ২-১ গোলে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়