ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গুরুতর নয় মুশফিকের চোট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৩৮, ২২ অক্টোবর ২০২০
গুরুতর নয় মুশফিকের চোট

বুধবার চোট নিয়ে মাঠ ছাড়া মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কার কিছু নেই। তার চোট গুরুতর নয়। কাঁধের ব্যথা কমেছে। স্বাভাবিক নড়াচড়াও করছেন। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলবেন কি না এখনও তা অনিশ্চিত। 

শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ফাইনাল দুইদিন পিছিয়েছে। রোববার হবে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের ফাইনাল। 

এই ম্যাচে মুশফিককে নাজমুল একাদশ পাবে কি না তা নিয়ে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম রাইজিংবিডিকে বলেন, ‘ডান কাঁধে চোট পেয়েছিল। চোট গুরুতর নয়। খেলতে পারবে কি না, মাঠে (ফাইনালের দিন) যাওয়ার পর সিদ্ধান্ত হবে।’ 

বুধবার ইনিংসের ২৬তম ওভারের চতুর্থ বলে মাঠ ছাড়েন উইকেটকিপিংয়ে থাকা মুশফিক। পেসার আল-আমিন হোসেনের স্লোয়ার বাউন্সার সামলাতে হিমশিম খেয়েছিলেন ইয়াসির আলী রাব্বী। কোনোমতে ব্যাট তাক করে রেহাই পান। কিন্তু তার ব্যাটে বল লেগে উঠে যায় শূন্যে। উইকেটের পেছন থেকে শর্ট থার্ড ম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন মুশফিক। দিয়েছিলেন ডাইভ। সব কিছুই হয়েছে চোখের পলকে। 

মিরপুর শের-ই-বাংলার সবুজ গালিচা তার জন্য রঙিন হতে পারেনি। মুশফিকের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যায় বল। ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে যায়। ডাইভ দেওয়ার সময় তার হাত শরীরের পেছনে পড়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল হাত ও কাঁধের জয়েন্টে চোট পেয়েছেন। ফিজিওদের সাহায্য নিয়ে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে তাকে চোট আক্রান্ত স্থানে বরফ দিতে দেখা গেছে।

নাজমুল একাদশের ফিজিও খাদেমুল ইসলাম শাওন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা এখনও মুশফিকুর রহিমকে পর্যবেক্ষণে রেখেছি। তার অবস্থা বেশ ভালোই। ভয়ানক কিছু না। ফাইনালে খেলতে পারবে কি না, এটা এখন বলতে পারছি না। সকালে মাঠে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবো।’

মুশফিকের খেলার সম্ভাবনা বেশি বললেন দলের এই কোচিং স্টাফ, ‘সে যদি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং, ফিল্ডিং করতে পারে তাহলে খেলার অনুমতি দেওয়া হবে। তবে খেলার সম্ভাবনা বেশি, এটুকু বলতে পারি। তবে এটা আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নয়।’

বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচ ভালো না হলেও মুশফিকের ব্যাট হেসেছে পরের ম্যাচগুলোতে। তার ব্যাট থেকে এসেছে প্রতিযোগিতার একমাত্র সেঞ্চুরি। ১০৩ রান করেন দ্বিতীয় ম্যাচে। তৃতীয় ম্যাচে করেছিলেন ৫২ রান। গতকালও হেসেছে তার ব্যাট। ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত একাদশের এ ব্যাটসম্যান।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়