ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৫ নভেম্বর ২০২০  
তিন ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা পাকিস্তানের

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে সিরিজে সবাই দলের সঙ্গে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লেন তিন ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকানো ওপেনার ইমাম-উল হককে টি-টোয়েন্টির জন্য বিবেচনায় রাখেননি নির্বাচকরা। এমনকি সেই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হারিস সোহেলও বাদ পড়েছেন সংক্ষিপ্ত ওভারের ফরম্যাট থেকে। এই দুইজনের সঙ্গে বাদ পড়েছেন ডানহাতি ওপেনার আবিদ আলীও। এদিকে ইনজুরির জন্য ওয়ানডে সিরিজে খেলতে না পারা শাদাব খান অবশ্য টি-টোয়েন্টি দিয়ে ফিরতে পারেন দলের সঙ্গে। এদিকে জিম্বাবুয়ের স্কোয়াড অপরিবর্তিত আছে।

এদিকে বিশ্বকাপ সুপার লিগের প্রথম টাই ম্যাচ দেখা গেছে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজে। প্রথম দুই ম্যাচে পাকিস্তানের সহজ জয়ের পর, তৃতীয় ম্যাচে টাই করে দুই দল। পরবর্তীতে সুপার ওভারে জিতে নেয় জিম্বাবুয়ে। এটি ছিল পাকিস্তানের মাটিতে জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। যদিও ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

এদিকে আগামী ৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরবর্তী দুটি ম্যাচ হবে যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ ও জাফর গোহার।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়