ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার পাকিস্তানে গিয়ে অন্য রকম লাগছে তামিমের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৭ নভেম্বর ২০২০  
এবার পাকিস্তানে গিয়ে অন্য রকম লাগছে তামিমের

তামিম ইকবাল (ছবি: ইউটিউব)

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফ খেলতে এই সপ্তাহে করাচিতে পৌঁছান তিনি। দলকে ফাইনালে উঠাতে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সবসময়ের মতো এবারও পাকিস্তানে উপভোগ্য সময় কাটাচ্ছেন তামিম, কিন্তু এবারের পরিবেশ-পরিস্থিতি অন্যবারের চেয়ে আলাদা।

করাচিতে পৌঁছানোর পর পর দুই দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তামিমকে। ১৪ নভেম্বর পেশাওয়ার জালমির বিপক্ষে ওপেনিং করেছেন। প্রথম এলিমিনেটরে তার ছিল ২ চার ও এক ছয়ে সাজানো ১০ বলে ১৮ রানের ইনিংস। দ্বিতীয় এলিমিনেটরেও মুলতান সুলতান্সের বিপক্ষে ২০ বলে ৩০ রানের ঝড় তুলেছিলেন। কিন্তু অন্যবারের মতো দর্শকদের হৈ-হুল্লোড় কানে লাগেনি বলে এবারের পিএসএল অন্যরকম লাগছে তামিমের। তাছাড়া থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে।

পাকিস্তানে এবারের থাকার অভিজ্ঞতা ক্রিকেট পাকিস্তান ডটকমকে জানিয়েছেন তামিম, ‘পাকিস্তানে এসে আমি সবসময় উপভোগ করেছি কিন্তু এবার একটু আলাদা লাগছে। জৈব সুরক্ষা বলয়ের কারণে আমাদের হোটেলে থাকতে হচ্ছে এবং শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় যাওয়ার অনুমতি মিলছে। এটা মজার কোনও বিষয় নয়, কিন্তু আপনাকে নিয়ম মানতে হবে।’

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মিল খুঁজে পেয়েছেন তামিম, ‘পাকিস্তান চমৎকার একটি দেশ এবং আমাদের সঙ্গে মিল আছে। বাংলাদেশের মতো এখানেও অনেক ক্রিকেট ভক্ত আছে যারা এই খেলাকে ভীষণ ভালোবাসে।’

করোনার কারণে দর্শকশূন্য গ্যালারি। ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের ওপেনারের, ‘স্টেডিয়ামে দর্শক ছাড়া খেলা একেবারেই অন্যরকম ব্যাপার। কারণ যখন আপনি বাউন্ডারি মারছেন কিংবা উইকেট পাচ্ছেন তখন কেউ আনন্দ করার নেই। কিন্তু জীবন এভাবেই চলছে এবং মানুষের সুরক্ষার জন্য আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। তবে ভালো ব্যাপার হচ্ছে এখন দর্শকরা অন্তত টেলিভিশনে ক্রিকেট দেখতে পারছে।’

পিএসএলে লাহোরের পারফরম্যান্স নিয়ে তামিম বললেন, ‘লাহোর খুব পেশাদার দল। বিশেষ করে পিএসএলে তারা সত্যি ভালো করেছে। আমাদের ভালো একটা দল আছে, বিশেষ করে বোলিং বিভাগ। আশা করি একইভাবে ব্যাটসম্যানরাও অবদান রাখতে পারবে।’

মঙ্গলবার রাতে করাচি কিংসের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হচ্ছে তামিমের লাহোর।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়