RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

আরও চার বছরের জন্য অ্যাডিলেইডে অ্যালেক্স ক্যারে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৩ নভেম্বর ২০২০  
আরও চার বছরের জন্য অ্যাডিলেইডে অ্যালেক্স ক্যারে

২০১৭ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের জার্সিতে বিগ ব্যাশ লিগে অভিষেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারের। সে থেকে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতিয়ে আসছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এবার দলটির সঙ্গে নতুন করে আরও চার বছরের চুক্তি করলেন ২৯ বছরের ক্যারে।

অ্যাডিলেইডের সঙ্গে নতুন চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটির ঘরের ছেলে বলেন, ‘সামনের চার বছরের জন্য অ্যাডিলেইড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি করতে পেরে আমি দারুণ খুশি। অ্যাডিলেইড আমার পরিবার হয়ে উঠেছে, মনে হচ্ছে যেন ঘরেই আছি। অ্যাডিলেইড ওভালের সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের সামনে খেলতে পারার অনুভূতি অবিশ্বাস্য। আমি আশা করি সেই আনন্দ এই মৌসুমেও ছুঁয়ে যাবে।’

এদিকে দলটির প্রধান কোচ জেসন গিলেস্পি ক্যারেকে নিয়ে বলেন, ‘অ্যালেক্স আমাদের দলের অন্যতম সদস্য। একজন ক্রিকেটার এবং নেতা হিসেবে সে অনেক উঁচু মানের। আগামী চার বছরের জন্য তাকে দলে পাওয়া ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বড় পাওয়া।’

নতুন মৌসুম শুরু হওয়ার অপেক্ষায় থাকা ক্যারে আরও যোগ করেন, ‘বিগ ব্যাশ লিগে প্রতি বছর খেলা আমি দারুণ উপভোগ করি। এই মৌসুম শুরু হওয়ার অপেক্ষায় আছি এখন।’

অ্যাডিলেইড স্ট্রাইকার্সের সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করা ক্যারে অবশ্য এবারের মৌসুমে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হবেন, ভারতের বিপক্ষে রঙিণ পোশাকের সিরিজ শেষে। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত স্ট্রাইকার্সের হয়ে ৩৫ ম্যাচে ১১৬৩ রান করে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছে। এরমধ্যে ১টি শতক ও ছয়টি অর্ধশতক আছে ক্যারের নামের পাশে।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়