ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেমি ডে’কে বরখাস্তের গুঞ্জন, জানেন না সভাপতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:৫১, ১০ ডিসেম্বর ২০২০
জেমি ডে’কে বরখাস্তের গুঞ্জন, জানেন না সভাপতি

কাতারের সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের ভরাভুবির কারণে প্রধান কোচ জেমি ডে বরখাস্ত হচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। একটি গণমাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতির বরাত দিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি জানেন না বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

জেমি বরখাস্তের গুঞ্জন ওঠার পর বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘আমি প্রেসিডেন্ট সাহেবকে ফোন দিয়েছি, তিনি জানেন না। নাবিলকে ফোন দিয়েছি, (কাজী নাবিল) সোহাগকে (আবু নাইম সোহাগ) ফোন দিয়েছি, তারা কেউই জানে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘জেমির সঙ্গে আমাদের চুক্তি বহাল আছে।‘

বাফুফের আরেক সহ-সভাপতি মহিউদ্দিন মহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি গত কয়েক দিন ধরে ঢাকার বাইরে, জানি না আমি। তবে বরখাস্তের সিদ্ধান্ত হলে আমার জানার কথা।’

কাতারের সঙ্গে বাংলাদেশ হারে পাঁচ গোলে। গত ৪ ডিসেম্বর এই ম্যাচের পর বাংলাদেশ দল দেশে ফিরলেও ফেরেননি জেমি ডে। কাতার থেকেই তিনি নিজ দেশ ইংল্যান্ডে ছুটিতে চলে যান। এ বছরই জেমির সঙ্গে নতুন চুক্তি নবায়ন করা হয়। চুক্তি অনুযায়ী এই ইলিংশ কোচের থাকার কথা ২০২২ সালের আগস্ট পর্যন্ত।

চুক্তির পর ভিডিও বার্তায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছিলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে চাই জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে’র সঙ্গে আমরা দুই বছরের চুক্তি নবায়ন করছি। জেমি কনফার্ম। দুই বছরের জন্য জেমিও চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে।’

২০১৮ সালে জেমির সঙ্গে প্রথম চুক্তি করা হয়। এরপর দুই দফা চুক্তি বাড়ায় বাফুফে।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়