ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ওয়ানস্কাই-এসপিজেড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৭:৫৫, ১৯ ডিসেম্বর ২০২০
ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ওয়ানস্কাই-এসপিজেড

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে ওয়ানস্কাই কমিউনিকেউশন ও এসপিজেড অ্যাকুউয়াটিস। শুক্রবার তারা হারিয়েছে বেক্সিমকো টেক্সটাইল ও মোটো সলিউশনকে। সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো টেক্সটাইল ও ওয়ানস্কাই কমিউনিকেউশন মুখোমুখি হয়।

টস হেরে ব্যাটিং করতে নেমে বেক্সিমকো টেক্সটাইল ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়ানস্কাই কমিউনিকেউশন। ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাহিদুর রহমান। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন রিমেল এবং ওয়ালটন সেরা ফিল্ডারের পুরস্কার পান রেজা। 

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে এসপিজেড অ্যাকুউয়াটিস ও মোটো সলিউশন। মোটো সলিউশন টস জিতে ফিল্ডিং নিলেও বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এসপিজেড অ্যাকউয়াটিস মাত্র ৪ উইকেটে ২২৭ রান সংগ্রহ তুলে নেয়। জবাবে মোটো সলিউশনের ইনিংসে ১৪৮ রানের বেশি হয়নি। 

৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় এসপিজেড অ্যাকুউয়াটিস। ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমরান। ওয়ালন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাফি। ওয়ালটন সেরা ফিল্ডারের পুরস্কার পান শিমুল।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়