ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বয়স রোনালদোর কাছে ব্যাপার নয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:৩৪, ৩১ ডিসেম্বর ২০২০
বয়স রোনালদোর কাছে ব্যাপার নয়

ফেব্রুয়ারিতে বয়স ৩৬ পূর্ণ হবে। এখন অবসর নিয়ে ভাবনা শুরুর কথা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো নতুন উদ্যমে মাঠে ফিরতে চান। খেলতে চান আরও অনেক বছর। সাফল্য পেতে বয়স তার কাছে কোনও ব্যাপার নয়।

এসব যে শুধু রোনালদোর মুখের কথা, তা নয়। সিরি আ’র ইতিহাসে ৫৯ বছর পর প্রথমবার এক বর্ষপঞ্জিকায় ৩৩ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ফিফা ও উয়েফার বর্ষসেরা রবার্ট লেভানদোভস্কিকে (৩২) পেছনে ফেলে ইউরোপের পাঁচটি শীর্ষ প্রতিযোগিতায় এই বছর সর্বোচ্চ গোল তার।

জুভেন্টাসের সঙ্গে টানা তৃতীয় স্কুদেত্তো জয়ের মিশনে এই লিগ মৌসুমে রোনালদোর ১২ গোল। আগের আসরে ছিল ৩১টি গোল। এই ফর্ম ধরে রেখে পর্তুগালের হয়ে খেলতে চান ২০২২ সালের কাতার বিশ্বকাপ। এই সপ্তাহে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে শতাব্দী সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর রোনালদো এই মনোবাসনা জানিয়েছেন, ‘বয়স কোনও ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হলো মন। ক্রিস্টিয়ানো রোনালদো ভালো কি না তা ব্যাপার নয়, আগামীকাল কী ঘটবে তা কেউ জানে না। আমি বর্তমানে বাস করি, এই মুহূর্ত নিয়ে ভাবি।’

সময়টা ভালো কাটছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর, ‘মুহূর্তটা ভালো, আমি সুখী। আমার জীবনের ভালো একটা মুহূর্ত কাটছে। আমি আরও অনেক বছর খেলতে চাই কিন্তু কোনও কিছু নিশ্চিত নয়।’

৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগ গ্রুপের শেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন রোনালদো। পরে জেনোয়া ও পার্মার বিপক্ষে সিরি আ’তেও জোড়া গোল করেন পেনাল্টি থেকে। কিন্তু আতালান্তার জালে স্পট কিক থেকে বল জড়াতে পারেননি।

বলা যায়, দারুণ ফর্মে আছেন রোনালদো। কিন্তু অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে একটি বিষয় তাকে হতাশ করছে, তা হলো দর্শকশূন্য মাঠ। তিনি বলেছেন, ‘ভক্তদের ছাড়া স্টেডিয়ামে খেলতে পছন্দ করি না আমি, এটা ক্লাউন ছাড়া সার্কাস দেখার মতো। মহামারি মানুষকে পাগল বানিয়েছে। আশা করি শিগগিরই তাদের জন্য স্টেডিয়ামের গেট খুলে যাবে। আমাদের এটার সঙ্গে জীবন যাপন করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে স্বাভাবিক জীবনে ফিরে আসার। কিন্তু অবশ্যই বিধিনিষেধ মানতে হবে। কিন্তু ভক্তদের ছাড়া খেলা আমি সত্যিই পছন্দ করি না।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়