ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৌসুম শেষে আতলেতিকো ছাড়ার ইঙ্গিত সিমিওনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৭ জানুয়ারি ২০২১  
মৌসুম শেষে আতলেতিকো ছাড়ার ইঙ্গিত সিমিওনের

লা লিগায় উড়ছে আতলেতিকো মাদ্রিদ। কিন্তু বুধবার তৃতীয় সারির দল কর্নেয়ার কাছে ১-০ গোলে হেরে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলো তারা। টানা দ্বিতীয় মৌসুম তারা তৃতীয় সারির দলের কাছে হেরে বিদায় নিলো মাদ্রিদ ক্লাব। শোচনীয় এই পরাজয়ের পর ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন কোচ ডিয়েগো সিমিওনে।

আতলেতিকো বি দলের সাবেক ডিফেণ্ডার আদ্রিয়ান হিমেনেজের একমাত্র গোলে জায়ান্ট বধ করে কর্নেয়া। গত বছর কালচারাল লিওনেসার কাছে হেরে শেষ হয়েছিল আতলেতিকোর কোপা দেল রে মিশন। স্প্যানিশ মিডিয়ায় যে হারকে দেখা হচ্ছে ‘বিপর্যয়’ হিসেবে। এই ফলে যে সিমিওনেও অনেক হতাশ তা বোঝা গেছে সংবাদ সম্মেলনে।

নকআউটে ব্যর্থতার বৃত্তে কেন ঘুরপাক খাচ্ছে আতলেতিকো? গত আসরের চ্যাম্পিয়নস লিগেও আরবি লাইপজিগের কাছে হেরে ছিটকে যায় তারা। সিমিওনে এই সমস্যার সমাধান করবেন যদি সামনের বছর থাকেন। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘(কর্নেয়া) ভালো খেলেছিল। পুরো ম্যাচে আমাদের চেয়েও তারা সবসময় ভালো কিছু করতে চেয়েছিল। সেট পিচ পরিস্থিতির সুযোগ তারা নিয়েছে এবং গোলও পায় তারা।‘

সিমিওনে তার ভবিষ্যৎ ক্লাবের ওপর ছেড়ে দিলেন, ‘এই প্রতিযোগিতায় সাম্প্রতিক সময়ে আমরা সন্তোষজনক কিছু পাইনি। কিন্তু আমরা যদি পরের বছর এখানে থাকি তাহলে সমাধান বের করবো।’

আতলেতিকোর অধিনায়ক সাউল নিগুয়েজ একই সমস্যা চিহ্নিত করেছেন, ‘আমরা ভক্তদের কাছে ক্ষমা চাই। আমরা কখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে চাই না। কিন্তু এক ম্যাচের আসরে আমরা ভালো করছি না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়