ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্সেলোনায় রোমাঞ্চিত ও সুখী মেসি: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১  
বার্সেলোনায় রোমাঞ্চিত ও সুখী মেসি: কোমান

আলাভেসের বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে স্বস্তির নিশ্বাস ফেলছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। তার মতে, দলবদল নিয়ে গুঞ্জনের মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড রোমাঞ্চিত এবং বার্সায় তিনি সুখেই আছেন।

এই লিগ মৌসুমে ২০ ম্যাচে গোলসংখ্যা ১৫ তে নিলেন মেসি। শনিবার আলাভেসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে ফের রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের (৫৪) সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের।

আরো পড়ুন:

ঘরোয়া ফুটবলে বার্সার অগ্রগতিতে মেসি আবার উপভোগ্য সময় কাটাচ্ছেন মনে করেন কোমান। ১৬ ফেব্রুয়ারি প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের আগে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর অবদান নিয়ে ডাচ কোচের বক্তব্য, ‘ভালো কথা, আমরা জানি লিও কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে অনেক বছর ধরে এরকম, অনেক বেশি দৃঢ়। সে রোমাঞ্চিত, সে সুখী এবং গোলের সামনে সে অনেক কার্যকরী।’

কোমান আরও বলেছেন, ‘সে এমন একজন, যখন আমরা তাকে খুঁজে নিয়ে পাস দেই তখন দলের বাকি খেলোয়াড়দের চাপ কমে যায় এবং তার জন্যও কাজটা সহজ করে দেয়। খেলা নিয়ে তার দর্শন দারুণ। সুতরাং অবশ্যই আমরা যদি ট্রফি জেতার আকাঙ্ক্ষায় থাকি তাহলে মেসির সেরা অবস্থানে থাকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের প্রত্যেক খেলোয়াড়দের সেরাটা দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়