ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

শুধু বার্সা নয়, সব দলের জন্যই সমান চাপ: কোম্যান 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
শুধু বার্সা নয়, সব দলের জন্যই সমান চাপ: কোম্যান 

লা লিগায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করলেও সুবিধাজনক অবস্থানে নেই বার্সেলোনা। শনিবার রাতে তারা মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের চারে থাকা সেভিয়ার বিপক্ষে। এই ম্যাচে হারলে লড়াইয়ে পিছিয়ে যাবে কাতালানরা।

এমন ম্যাচকে সামনে রেখে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানালেন চাপ শুধু বার্সার জন্য নয়; সব দলের জন্যই সমান।

শুক্রবার কোম্যান বলেন, ‘শুধু আমরাই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছি এমন কিছু আমি মনে করি না। শীর্ষে থাকা দলগুলো এই সপ্তাহে একে অপরের বিপক্ষে খেলবে। চাপ শুধু বার্সার ওপর নয়, সবার ওপরই সমানভাবে থাকবে। অন্যদের কম আমাদের চাপ বেশি এমন কিছু নয়।‘

লা লিগায় ২৩ ম্যাচে সর্বোচ্চ ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। আর ২৩ ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে চারে আছে সেভিয়া। এই বার্সা হারলেই নিজেদের জায়গা হারাবে।

সেভিয়ার মাঠেই লড়তে হবে লিওনেল মেসিদের। এর আগের ম্যাচে এলচের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে কাতালানরা। তবে বস জানালেন, বার্সেলোনা কোচ হিসেবে প্রতিটি খেলার মতো এই খেলাতেও চাপ থাকবে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়