ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিএসজির খেলা চলাকালীন ডি মারিয়ার বাসায় ডাকাতি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৩:২৪, ১৫ মার্চ ২০২১
পিএসজির খেলা চলাকালীন ডি মারিয়ার বাসায় ডাকাতি 

ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লড়ছে নান্টেসের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে হঠাৎ করে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কোচ মাউরিসিও পচেত্তিনোকে কী যেনো ইশারা দেন। এরপরই কোচ তুলে নেন মাঠে থাকা অ্যাঙ্গেল ডি মারিয়াকে।

এরপর মারিয়াকে সঙ্গে নিয়ে ড্রেসিং রুমের দিকে যেতে দেখা যায় পচেত্তিনোকে। এর কারণ উদ্ঘাটন হলো অল্প কিছুক্ষণের মধ্যেই।

আরো পড়ুন:

রোববার রাতে ম্যাচ চলাকালীন প্যারিসে ডি মারিয়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বাসায় তার স্ত্রী-কন্যা ছিল। এ জন্য হন্তদন্ত হয়ে ছুটে যান দ্রুতই।  শুধু ডি মারিয়া নয় এ দিন মার্কুইনহসের বাসায়ও ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় ডি মারিয়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

এই ম্যাচে নান্টেসের বিপক্ষে ২-১ গোলে পিএসজি। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে নেইমার-এমবাপ্পেদের। ২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিঁলে।

সমান ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। লিঁয়ন ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে পিএসজির ঘাড়ে। ৫৬ পয়েন্ট নিয়ে মোনাকো আছে চতুর্থ স্থানে।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়