ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোমার কোচ হলেন মরিনহো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৪ মে ২০২১   আপডেট: ২০:২৮, ৪ মে ২০২১
রোমার কোচ হলেন মরিনহো

টটেনহ্যাম হটস্পার বরখাস্তের দুই সপ্তাহ পরই নতুন ঠিকানা পেলেন হোসে মরিনহো। পরের মৌসুম থেকে রোমা তাদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তাকে। ৫৮ বছর বয়সী পর্তুগিজ কোচ স্থলাভিষিক্ত হবেন পাউলো ফনসেকার। এই মৌসুম শেষে তার চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে ক্লাব।

গত ১৯ এপ্রিল টটেনহ্যাম হটস্পার বরখাস্ত করে মরিনহোকে। এরপর তিনি বলেছিলেন, আবারও ফুটবলে ফেরার অপেক্ষায় তিনি। এই অপেক্ষার সমাপ্তি হলো সিরি আ ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তিতে।

আরো পড়ুন:

১১ বছর আগে ইন্টার মিলানকে ট্রেবল জেতানোর পর আবারও ইতালিতে ফিরছেন মরিনহো। চেলসি, ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বললেন, ‘এই অসাধারণ ক্লাবকে নেতৃত্ব দিতে আমাকে বেছে নেওয়ায় ফ্রাইডকিন পরিবারকে ধন্যবাদ। রোমা ভক্তদের গভীর ভালোবাসা আমাকে এই কাজটি গ্রহণে প্রভাবিত করেছে। সামনের মৌসুম শুরু হওয়ার অপেক্ষায় আমি।’

১৭ মাস টটেনহ্যামের দায়িত্বে থাকার পর চলতি মৌসুমের শেষ ভাগে বরখাস্ত হন কোচিং ক্যারিয়ারে ২৫টি শিরোপা জয়ী মরিনহো। তার কোচিং জীবনে প্রথমবার এক মৌসুমে ১০টি লিগ ম্যাচ হারের অভিজ্ঞতা হয়। এই পরিস্থিতিতে বিদায় নিতে হয় তাকে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়