ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চেলসিকে ফাইনালে তুলে ক্রুসকে তার খোঁচা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৬ মে ২০২১  
চেলসিকে ফাইনালে তুলে ক্রুসকে তার খোঁচা

চেলসির মাঠে নামার আগে টনি ক্রুস এমন এক মন্তব্য করেছিলেন, যা আঘাত করেছিল ম্যাসন মাউন্টের মনে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চেলসির চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল জয়ের পর জার্মান মিডফিল্ডারকে তাই খোঁচা দিতে ভুললেন না এই ইংলিশ মিডফিল্ডার।

থমাস টুখেলের চেলসিকে ফাইনালে তুলতে ম্যাসন করেন দলের দ্বিতীয় গোল। টিমো বার্নার আগেই খোলেন গোলমুখ। তাতে দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে চেলসি। এই ম্যাচের আগে ক্রুস বলেছিলেন, তার ক্যারিয়ারে কোনও প্রতিপক্ষ দল বা খেলোয়াড় তার ঘুম হারাম করতে পারেনি।

৩১ বছর বয়সী জার্মান তারকাকে প্রশ্ন করা হয়েছিল, চেলসির কোনও খেলোয়াড়কে হুমকি মনে করছেন কি না। ক্রুসের উত্তর ছিল, ‘আমার ১৫ বছরের ফুটবল ক্যারিয়ারে কখনও ঘুম হারাম হয়নি। তারা মাদ্রিদে দেখিয়েছে যে তারা একটি দল হিসেবে খেলে। তাদের আছে একজন জার্মান কোচ, তাই এটা আমাকে অবাক করেনি। তারা রক্ষণে ভালো এবং আক্রমণও গতিশীল, এগুলোই তাদের শক্তি।’

ক্রুসের এমন মন্তব্য ভালো লাগেনি ম্যাসনের। তাই জবাবটা দিলেন মাঠের লড়াই জিতে, ‘আমি শুনলাম তাদের একজন খেলোয়াড় বলছে যে কেউ নাকি তার ঘুম হারাম করতে পারে না। কিন্তু একটা দল হিসেবে আমাদের ভেবে তার ঘুম হারিয়ে যাওয়া উচিত। আমরা অনেক কিছু দেই, আমাদের জীবন দিয়ে রক্ষণ সামলাই। আমরা কিন্তু অনেক বেশি সুযোগ নষ্ট করিনি। আমরা ছিলাম দৃঢ় এবং এভাবে এগিয়ে যেতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়