ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৩ পর্যন্ত হোম সিরিজের স্পন্সর আলেশা মার্ট, ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২২ মে ২০২১   আপডেট: ১৯:০৭, ২২ মে ২০২১
২০২৩ পর্যন্ত হোম সিরিজের স্পন্সর আলেশা মার্ট, ওয়ালটন

২০২১ থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হোম সিরিজের স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংস। পাওয়ার স্পন্সর ওয়ালটন। এ সময়ে বাংলাদেশ জাতীয় দল ১০টি সিরিজ খেলবে। যেখানে টেস্ট ম্যাচ রয়েছে ৭টি, ওয়ানডে ১৮টি ও টি-টোয়েন্টি ১৯টি। সব মিলিয়ে ৪৪ আন্তর্জাতিক ম্যাচের স্পন্সরশিপ স্বত্ব, গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

টিম স্পন্সর, কিট স্পন্সর এবং টিভি স্বত্ব বিক্রির পর দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্বর জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। ২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সর্বোচ্চ ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। বিজ্ঞাপনী এ সংস্থার থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা  হোল্ডিংস এবং ওয়ালটন।

আরো পড়ুন:

শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনের সামনে সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটন এবং আলেশা হোল্ডিংসের নাম ঘোষণা করে বিসিবি। দুই বছরের দীর্ঘ এ সফর শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এ সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট, পাওয়ার স্পন্সর ওয়ালটন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিরিজের নাম ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলেশা  মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, আলেশা  মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ জাহান এবং ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।

নিজাম উদ্দিন চৌধুরী আলেশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদে হোম সিরিজের স্বত্ব বিক্রির জন্য দরপত্র দিয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলেশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছে। ক্রিকেটের উন্নয়নে বরাবরই ওয়ালটন পাশে ছিল। এবার আলেশা হোল্ডিংসকে আমরা পাশে পেয়েছি।’

নাহিদা জাহান বলেন, ‘আলেশা  মার্ট বাংলাদেশের বাজারে ভোক্তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে বাংলাদেশের সবাই এক হয়ে কাজ করে। ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে আলিশা হোল্ডিংস আগামী দুই বছর সম্পৃক্ত থাকবে।’

ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘আগামী ২৮ মাস বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, যেখানে বাংলাদেশ দল খেলছে সেখানেই ওয়ালটন আছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এরকম প্রতিষ্ঠান বিরল যারা দীর্ঘ সময় ক্রিকেটের সঙ্গে আছে। ওয়ালটন এক যুগ ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্রিকেটের সঙ্গে আছে। আগামী ২৮ মাস থাকবই। আশা করছি এর পরেও আমরা ক্রিকেটের সঙ্গে ধারাবাহিকভাবে থাকবো।‘

দুই বছরে বাংলাদেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে। এ বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। বছরের শেষ দিকে আসবে পাকিস্তান। আগামী বছর ভারত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যেখানে রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়