ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তবুও তামিমের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২৫ মে ২০২১   আপডেট: ০৮:২৭, ২৬ মে ২০২১
তবুও তামিমের আক্ষেপ

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে দেশের মাটিতে ১১টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে দশমটি জিতলো বাংলাদেশ। এই সময়ে তাদের একমাত্র সিরিজ হার ছিল ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে। তবে ইতিহাস গড়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতে। একই সাফল্যের দেখা পেলো তারা শ্রীলঙ্কাকেও হারিয়ে। লঙ্কানদের বিপক্ষে যে কোনও ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এমন অর্জনের পর উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু কোথাও একটা ঘাটতি দেখছেন তিনি, যা পূরণের আশ্বাস দিলেন সিরিজের শেষ ম্যাচে।

১০৩ রানে জয়ের পর ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘সৌভাগ্যজনকভাবে আমরা দুটি ম্যাচ জিতলাম এবং সিরিজ জিতে আমরা খুশি। এখনও আমরা নিখুঁত খেলা খেলতে পারিনি। আশা করি তৃতীয় ম্যাচে আমরা পারবো। আমরা অনেক উইকেট হারিয়েছি এবং এক সময় মনে হচ্ছিল ২০০ করাও কঠিন হবে।’

ব্যাটিং ব্যর্থতায় পড়া বিপদ থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম। তাকে প্রশংসায় কার্পণ্য করলেন না তামিম, ‘মুশির ইনিংস ছিল সত্যিই ভালো, রিয়াদও ভালো করেছে। স্কোরবোর্ডে যে রান তুলেছিলাম তা ঠিক ছিল, উইকেট ভালো ভূমিকা রেখেছে।’ এছাড়া শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙা অভিষিক্ত শরিফুল ও সাইফউদ্দিনের কনকাশন সাব তাসকিন আহমেদের কথা উল্লেখ করেছেন তিনি, ‘প্রথম ওয়ানডে খেললো শরিফুল এবং তাসকিন এসেছিল কনকাশন সাব হয়ে, হঠাৎ করে দলে ঢুকে বল করা সহজ নয়। স্পিনার মিরাজ ও সাকিব ছিল চমৎকার।’

ফিল্ডিং নিয়ে সন্তোষ তামিমের, ‘এখন আমাদের ফিল্ডিং আগের চেয়ে ভালো হচ্ছে। এখনও আমরা এটা নখদর্পণে আনতে পারিনি। সিরিজের আগে আমি দলকে বলেছিলাম যে ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’

আবারও ম্যাচ জয়ে অবদান রেখে সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিক। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘জয় সবসময় বিশেষ কিছু এবং তাতে অবদান রাখতে পারলে খুবই ভালো লাগে। আমি খুব হতাশ ছিলাম যে ম্যাচটা শেষ করে আসতে পারিনি, কারণ ১১ বল হাতে ছিল। আমরা শুরুতেই কয়েকটি উইকেট হারালাম, তাও নতুন বলে। রিয়াদ ভালো ব্যাট করেছিল। আজ রাতে আমাদের বোলিং ছিল বিশেষ। উন্নতির কিছু জায়গা রয়েছে এবং এই ট্র্যাকে কিছু বাছাই শট খেলতে হয়। এখানে খেলা সহজ নয়। আমাদের ব্যাটসম্যানরা এই ইনিংস থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও ভালো করতে পারবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ