ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউ জিল্যান্ডের ‘বর্ষসেরা ক্রিকেটার’ জেমিসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১ জুন ২০২১  
নিউ জিল্যান্ডের ‘বর্ষসেরা ক্রিকেটার’ জেমিসন

জেমিসনকে (ডানে) ক্যাপ তুলে দেন ওয়াটলিং

কাইল জেমিসন হলেন নিউ জিল্যান্ডের ‘বর্ষসেরা ক্রিকেটারের’ পুরস্কার প্লেয়ার্স ক্যাপ। এটি নিউ জিল্যান্ড ক্রিকেটের ঘোষিত কোনও স্বীকৃতি না হলেও দেশটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ভোটে এই বিজয়ী নির্বাচন করা হয়।

২০১২ সাল থেকে চালু হওয়া এই প্লেয়ার্স ক্যাপ প্রথম জেতেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন সবচেয়ে বেশি তিনবার এটি পান ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিন বছর।

লন্ডনে টিম হোটেলে জেমিসনকে এই ক্যাপ পরিয়ে দেন ইংল্যান্ড সিরিজ শেষে অবসর নিতে যাওয়া বিজে ওয়াটলিং।

নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বলেছে, এই বছর ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু টেস্ট সংস্করণে দারুণ প্রভাব রাখায় জাতীয় দলের দুই সতীর্থ ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে পেছনে ফেলেছেন ২৬ বছর বয়সী ডানহাতি পেসার।

৬ টেস্টের ক্যারিয়ারে ৩৬ উইকেট নিয়েছেন জেমিসন। গত বছর ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে এই সংস্করণে অভিষেক হয় তার। দ্বিতীয় টেস্টেই পেয়ে যান এক ইনিংসে পাঁচ উইকেটের দেখা, যা পরে আরও তিনবার করে দেখিয়েছেন। গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছেন ৪৮ রানে ৬ উইকেট নিয়ে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়