ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন করে শুরু হচ্ছে সুপার লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ১৯ জুন ২০২১   আপডেট: ০৯:৩৪, ২০ জুন ২০২১
নতুন করে শুরু হচ্ছে সুপার লিগ

বৃষ্টির বিড়ম্বনায় শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ ও রেলিগেশন লিগের কোনো খেলা হয়নি। টুর্নামেন্টের স্বার্থে নতুন করে সুপার লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। 

প্রতিযোগিতা একদিন ‘বডিলি শিফট’ করা হয়েছে। রোববার থেকে আবার সুপার লিগ নতুন করে শুরু হচ্ছে। সূচি থাকছে আগেরটা। ফলে সুপার লিগের ম্যাচগুলি শেষ হবে আগামী ২৬ জুলাই। 

৫ দিনে ১৫ ম্যাচ হবে। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় ম্যাচ ১টার পরিবর্তে শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যার ম্যাচটি ৬টার পরিবর্তে শুরু হবে সাড়ে ৬টায়।

এছাড়া রেলিগেশন লিগের একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটি বিকেএসপিতে ছিল। রূপগঞ্জ ম্যাচটি মিরপুরে খেলতে আগ্রহ দেখিয়ে সিসিডিএমের কাছে আবেদন করেছিল। ম্যাচটি মিরপুরে হবে ২১ জুলাই। তবে সময় এখনও ঠিক করেনি আয়োজকরা।

সুপার লিগের দুই রাউন্ডের পর একদিনের রিজার্ভ ডে রাখা হয়েছে। আইসিসির গাইডলাইন মেনে প্রতিটি খেলা শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবে আয়োজকরা। যদি বৃষ্টির বাধায় শেষ না হয় তাহলে ম্যাচ রিজার্ভ ডেতে যাবে। 

সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেন, ‘সুপার লিগের ছয় দল নিয়ে আজ আমরা জরুরী বৈঠকে বসেছিলাম। দলগুলি অনুরোধ করেছে এবং প্রতিযোগিতার কথা বিবেচনা করে আমরা রিজার্ভ ডে যোগ করেছি। আমাদের খুব ব্যস্ত সূচি। এছাড়া টিভিতে খেলা দেখানোর ব্যবস্থাও করেছি। আমরা প্রত্যেকটি ম্যাচে ফল দেখতে আগ্রহী।’

রোববার দিনের প্রথম ম্যাচ সকাল ৯টায়। মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় খেলায় খেলবে শেখ জামাল ও প্রাইম ব্যাংক। তৃতীয় খেলায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে। ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়