ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিকের সেই গোলটি ইউরোর সেরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৪ জুলাই ২০২১  
শিকের সেই গোলটি ইউরোর সেরা

লুকা মদরিচ, ক্রিস্টিয়ানো রোনালদো ও পল পগবাদের পেছনে ফেলে এই ইউরোর সেরা নির্বাচিত হয়েছে প্যাট্রিক শিকের রেকর্ড দূরত্বের গোলটি। স্কটল্যান্ডের বিপক্ষে চেক রিপাবলিকের ২-০ ব্যবধানের জয়ে ওই গোলটি করেন বায়ার লেভারকুসেন স্ট্রাইকার।

গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে শিকের হেডে ৪২ মিনিটে গোলের শুরু করে চেকরা। পরের গোলটি ছিল চোখ ধাঁধানো, এই টুর্নামেন্টের সেরার দৌড়ে ছিল শুরু থেকেই।

বিরতির পর শিকের অবিশ্বাস্য গোল নিস্তব্ধ করে দেয় স্বাগতিক দর্শকদের। ৫২ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এসে ৫০.৬ গজ দূর থেকে বল ভেসে গোলমুখের দিকে যায়, আটকাতে পারেননি স্কটিশ গোলকিপার মার্শাল। ১৯৮০ সালের পর থেকে ইউরো কিংবা বিশ্বকাপে সবচেয়ে দূরের শটে গোল করে ইতিহাস গড়েন শিক।

উয়েফার টেকনিক্যাল অবজার্ভার টিমের বাছাইকৃত ১০ গোলের মধ্যে থেকে সেরাটি বেছে নিতে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৮০ হাজার ভোট পড়ে। সেখানে সবচেয়ে বেশি ভোট পায় শিকের ওই গোলটি।

পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই চেক স্ট্রাইকার। তার দল খেলে কোয়ার্টার ফাইনালে, কিন্তু হেরে যায় ডেনমার্কের কাছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়