ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দশজনের চেলসিকেও হারাতে পারেনি লিভারপুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৯ আগস্ট ২০২১  
দশজনের চেলসিকেও হারাতে পারেনি লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। ঘরের মাঠে দশজনের চেলসির বিপক্ষেও জয় পায়নি লিভারপুল। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।

অবশ্য এই ম্যাচের নায়ক ও খলনায়ক ছিলেন চেলসির রাইট-ব্যাক রিস জেমস। ম্যাচের ২২ মিনিটে তার নেওয়া কর্নার কিক থেকে গোল পায় চেলসি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) গোললাইনের ওপর দাঁড়িয়ে তার করা হ্যান্ডবলে পেনাল্টি পায় লিভারপুল। আর লাল কার্ড দেখেন তিনি। ম্যাচে ফেরে সমতা। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। চেলসি দশজনের দলে পরিণত না হলে হয়তো এই ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় চেলসি। এ সময় কর্নার পায় থমাস তুখোলের শিষ্যরা। কর্নার থেকে জেমসের নেওয়া কিক বক্সের মধ্যে লাফিয়ে উঠে ফ্লিক করেন কাই হাভার্টজ। বল জালে আশ্রয় নেয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের দারুণ একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে গোললাইনের সামনে দাঁড়িয়ে হাতে লাগিয়ে ফেলেন। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। আর জেমসকে সরাসরি লাল কার্ড দেখান। যদিও এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তবে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করে সমতা ফেরান ম্যাচে।

এই সমতা নিয়ে শেষ হয় প্রথার্ধের খেলা। শেষ হয় নির্ধারিত সময়ের খেলাও।

এই ড্রয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে চেলসি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তৃতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়