ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রিকেটের ‘ওয়েস্টার্ন ব্লককে’ একহাত নিলেন রমিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২১ সেপ্টেম্বর ২০২১  
ক্রিকেটের ‘ওয়েস্টার্ন ব্লককে’ একহাত নিলেন রমিজ

নিউ জিল্যান্ড পাকিস্তানে গিয়ে ফিরে এসেছে নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে। কয়েক দিনের ব্যবধানে ইংল্যান্ডও অক্টোবরে নির্ধারিত পুরুষ ও নারী দলের সফর বাতিল করল। পরপর দুটি সফর বাতিল হওয়ায় নবনির্বাচিত পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা ক্ষোভ উগড়ে দিলেন ‘ওয়েস্টার্ন ব্লক’ নিয়ে।

এক ভিডিও বার্তায় রমিজ বলেছেন, তারা বিশ্বাসঘাতকতার শিকার। ইংল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্তে হতাশ হলেও এটি প্রত্যাশিত ছিল বললেন বোর্ড প্রধান। পাকিস্তান ভ্রমণ নিয়ে দুর্ভাবনা ও কোভিড পরিস্থিতিতে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিক চাপ না বাড়ানোর কথা উল্লেখ করে সোমবার সফর বাতিলের ঘোষণা দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্তে রমিজ বলেছেন, ‘আমি ইংল্যান্ডের এই সিদ্ধান্তে খুবই হতাশ কিন্তু এটা ছিল প্রত্যাশিত। কারণ এই ওয়েস্টার্ন ব্লক দুর্ভাগ্যবশত একজোট হয় এবং একে অন্যকে সমর্থন করে। তাই নিরাপত্তা হুমকি ও শঙ্কার ভিত্তিতে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে রাগ হচ্ছে কারণ প্রথমে নিউ জিল্যান্ড কোন ধরনের হুমকি পেয়েছে তা না জানিয়েই চলে গেল। এখন এই (ইংল্যান্ড) সফর বাতিল করবে প্রত্যাশিত ছিল।’

রমিজ বললেন, ‘এটা আমাদের জন্য শিক্ষা। এই দলগুলো যখন সফরে আসে তখন আমরা তাদের সর্বোচ্চ সেবা দেই এবং মাথায় তুলে রাখি। কিন্তু যখন আমরা তাদের দেশে যাই, তখন কঠোর কোয়ারেন্টাইন ও অপমান সহ্য করে খেলি। কিন্তু এবার শিক্ষা পেলাম। এখন থেকে আমরা সেটাই করব, যেটা আমাদের স্বার্থে যায়। আমাদের স্বার্থ হলো আমাদের দেশে ক্রিকেট কখনো বন্ধ হবে না এবং ক্রিকেট সমাজ যদি একে অন্যের দিকে খেয়াল না রাখে তাহলে কোনো লাভ নেই।’

অভিযোগ করে কোনো লাভ নেই বললেন বোর্ড প্রধান, ‘এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সবাই এক ব্লকের। কার কাছে আমরা অভিযোগ করব? আমরা তাদের আপন মনে করেছিলাম কিন্তু তারা আমাদের আপন ভাবেনি।’

দলের বিশ্বকাপ প্রস্তুতি ভেস্তে গেল। টুর্নামেন্টে যোগ দেওয়ার আগে ১২টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল তাদের। কিন্তু ক্যারিবিয়ানে বৃষ্টিবিঘ্নিত সিরিজ এবং দুটি সফর বাতিল হওয়ায় কেবল একটি ম্যাচ খেলল তারা। এখন তাদের খেলোয়াড়রা কেবল ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে প্রস্তুতি নিবে, যা শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে দলকে উজ্জীবিত ঠিকই করছেন রমিজ, ‘আমরা এখন বিশ্বকাপে যাব এবং সেখানে আমাদের একমাত্র টার্গেট ছিল আমাদের প্রতিবেশী (ভারত)। এখন হলো আরও দুটি দল- নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। এখান থেকে শক্তি নাও এবং এমন মানসিকতা গড়ে তোলো যে আমরা হারতে যাচ্ছি না কারণ তোমরা আমাদের সঙ্গে সঠিক কাজ করনি এবং আমরা মাঠে এর প্রতিশোধ নিব।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়