ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কটল্যান্ডের হুমকির জবাবে মাহমুদউল্লাহ বললেন, ‘বদার্ড নই’

মাসকট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৫, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:১৩, ১৭ অক্টোবর ২০২১
স্কটল্যান্ডের হুমকির জবাবে মাহমুদউল্লাহ বললেন, ‘বদার্ড নই’

‘টিট ফর ট্যাট‘- কথাটায় কে না পরিচিত। কিন্তু মাহমুদউল্লাহ অন্য গড়নের। তাইতো প্রতিপক্ষের কোচের হুমকির জবাব দিলেন হাসিমুখে। বিনয় দেখিয়ে জিতলেন হৃদয়। শুধু বললেন, ‘আমি বদার্ড নই।’ 

যতই হোম কন্ডিশন হোক না কেন, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে কতৃত্ব দেখিয়ে সিরিজ জয় চাট্টেখানি কথা নয়। বাংলাদেশ যখন অজি-কিউইবধ করে নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সেরা সময় পার করছে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড লাল-সবুজের প্রতিনিধিদের গায়েই মাখছে না।

দলটির কোচ শেন বার্জার, বাংলাদেশকে ওমান ও পাপুয়া নিউ গিনির থেকে ওপরে দেখেন না। সঙ্গে ‘হুমকি’ও দিয়ে রেখেছেন, যে কোনো প্রতিপক্ষকেই তারা হারাতে পারে। প্রতিপক্ষের এমন হুঙ্কারে নিজেকে শান্ত রেখে বিনয় দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার (১৬ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কটল্যান্ড কোচের মন্তব্য নিয়ে জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা ততটুকু মাঠে দিবই। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি। আমরা বিনয়ী থাকতে চাই।'

সঙ্গে যোগ করলেন, ‘উনি কী বলেছেন এটা নিয়ে আমি বদার্ড নই। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দিব।'

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন নিজেদের সেরা র‌্যাংকিং ছয়ে অবস্থান করছে। অন্যদিকে বার্জারের তুলোনা করা ওমান ও পাপুয়া নিউগিনি অবস্থান করছে ১৭তম ও ১৮তম স্থানে। ১৫তম স্থানে আছে স্কটল্যান্ড। 

মাঠের লড়াই শুরুর আগে কথার লড়াই শুরু করেছিলেন বার্জার। কিন্তু মাহমুদউল্লাহ মাঠেই সেই জবাব দেবেন বলে মুখে তালা লাগিয়েছেন। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা, লাল সবুজের প্রতিনিধিরা কী পারবে সেই যাত্রা শুভ করতে?

মাসকট/রিয়াদ/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়