ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাদা পোশাকের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৫ নভেম্বর ২০২১  
সাদা পোশাকের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান

টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে বাংলাদেশকে ধবলধোলাই করেছে পাকিস্তান। শেষ ম্যাচের শেষ ওভার ছাড়া সিরিজে স্বাগতিকদের লড়াই বলতে কিছুই ছিল না। এখন এসব অতীত। এবার লড়াই ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে। দুই ম্যাচের সিরিজ দিয়ে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের যাত্রা হয়েছিল আগেই। 

প্রথম টেস্টের আগে বৃহস্পতিবারের (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বাংলাদেশ দলকে সমীহ করেই কথা বলেছেন। জানিয়েছেন মুমিনুল হকের দলকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। বাবর বলেছেন, ‘পার্থক্য এখানে কন্ডিশন। ওদের ঘরের মাঠ, নিজেদের কন্ডিশন। ওদেরকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। কোনো দলকেই আসলে হালকা করে নেওয়ার সুযোগ নেই। ওদের কয়েকজন ক্রিকেটার নেই, দলটা তরুণ। তবে যারা আছে, এই কন্ডিশনেই তো খেলে। কাজটা তাই কঠিনই হবে (আমাদের জন্য)। কন্ডিশন বুঝতে তাই একটু সময় লাগে, বুঝতে হয় কিছুটা। ওরা অবশ্যই আমাদের কঠিন সময়ের মধ্যে ফেলতে পারে।‘ 

টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান এতদিন ঢাকায় ছিল। মঙ্গলবার দুপুরে প্রথম টেস্টের জন্য যায় চট্টগ্রামে। মাঝে অনুশীলনের সুযোগ পেয়েছে দুই দিন। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। 

বাবরের কাছে কন্ডিশনটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘কন্ডিশনই মূল পার্থক্য আমার মতে। এছাড়া খুব একটা কিছু আর নেই। টেস্ট ম্যাচে ধৈর্য ধরতে হবে। যতটা ধৈর্য আমরা ধরতে পারব, ধীরস্থির রাখতে পারব নিজেদের, সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারব, ততই ফল আমাদের পক্ষে আসবে।’

এখন পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান ১১টি টেস্ট খেলেছে। এরমধ্যে ১০টি ম্যাচেই পাকিস্তান জিতেছে। তার মধ্যে সবশেষ ২০২০ সালের শুরুতে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয়েছিল দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা হারে ইনিংস ব্যাবধানে। 

কন্ডিশন নিয়ে ভাবনা থাকলেও বাবর দল নিয়ে পুরো আত্মবিশ্বাসী, ‘পুরো আত্মবিশ্বাস আছে। যেভাবে আমরা টেস্টে খেলছি ওয়েস্ট ইন্ডিজে, জিম্বাবুয়েতে ও দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আমার মতে দলটা বেশ থিতু ও অভিজ্ঞ। দল পারফর্ম করে আসছে এবং একটা দল হিসেবে খেলছে। আশা করি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো করব।’
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান দুই ম্যাচ খেলে একটি করে জয় ও হারের মুখ দেখেছে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে তারা।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়