ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

১৯৩ রান ও ১৮ উইকেটে ম্যাচে ১০-১৫ রানের আক্ষেপ!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২২ জানুয়ারি ২০২২  
১৯৩ রান ও ১৮ উইকেটে ম্যাচে ১০-১৫ রানের আক্ষেপ!

টি-টোয়েন্টি ক্রিকেটের ধারণাই যেন পাল্টে দিচ্ছে বিপিএল। এক ম্যাচে রান হয় তো আরেক ম্যাচে হয় না। বিপিএলের প্রথম দিনের উদ্বোধনী ম্যাচ রান খরায় ভুগেছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য উল্টো চিত্র।

কিন্তু আজ তৃতীয় ম্যাচে সেই একই হাল। সিলেট ও কুমিল্লার ম্যাচে রান তুলতে বেগ পেতে হলো ব্যাটসম্যানদের। দুই ইনিংস মিলিয়ে রান হলো ১৯৩! উইকেট গেল ১৮টি। এমন ম্যাড়ম্যাড়ে টি-টোয়েন্টি ম্যাচের পর সিলেটের অধিনায়ক মোসাদ্দেকের ভাবনা, আরও ১০-১৫ রান হলে ভালো হতো।

গুমোট আবহাওয়ায় টস জিতে বোলিং নিতে দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসকে। এমন ম্যাচে টস সব সময়ই গুরুত্বপূর্ণ। টস হেরে ম্যাচটাই যেন হেরে গেল সিলেট! ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সংগ্রাম সিলেটের ব্যাটসম্যানদের। রান পেতে কঠিন সময় কাটাতে হয় তাদের। ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি স্পিনারদের কড়া দাপটে স্রেফ এলোমেলো তারা। স্কোরবোর্ডে পুঁজি মাত্র ৯৬ রান। 

সিলেটের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন কলিন ইনগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত খাত থেকে। দ্বিতীয় ইনিংসে সেই একই চিত্র। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন করে তোলে কুমিল্লা। ফাফ ডু প্লেসিস, ডেলপোর্ট, মুমিনুল, ইমরুলরা হতাশ করেন ২২ গজে। মোসাদ্দেকের সিলেটের বোলাররা স্বল্প পুঁজি নিয়ে লড়াই করেন। তাইতো আরও ১০-১৫ রানের আক্ষেপ করলেন দলটির অধিনায়ক।

পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘বোলাররা দারুণ বোলিং করেছে। তারা প্রমাণ করেছে উইকেট তাদের জন্য কতোটা উপকার করেছে। উইকেট যদি এমন আচরণ করে তাহলে আপনার খুব বেশি কিছু করার দরকার নেই। শুধু ভালো জায়গায় বল করলেই হবে। আমরা ১০-১৫ রান বেশি করলে ভালো হতো। আমাদের ব্যাটিং ভালো হয়নি। কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

ম্যাচে ২ উইকেট ও ১৬ রান করে কুমিল্লার জয়ের নায়ক নাহিদুল। ডানহাতি স্পিনারের দাবি, সময় যত গড়িয়েছে উইকেট ততটা বোলারদের সাহায্য করেছে, ‘অধিনায়ক আমাকে আমার দায়িত্বটা বুঝিয়ে দিয়েছিল। আমি সেই কাজটাই করেছি। উইকেট পুরোপুরি স্পিনারদের সহায়ক ছিল। সময় যত গড়িয়েছে উইকেট তত স্পিনারদের সাহায্য করেছে।’

তবে ম্যাচ জিতলেও নিজেদের ব্যাটিং নিয়ে চরম হতাশ কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস, ‘আমাদের ব্যাটিং একটুও ভালো হয়নি। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সবার মধ্যে একটু জড়তা আছে। আশা করছি সামনের ম্যাচে আমরা ভালো মতো ফিরে আসবো এবং নিজেদের পরিকল্পনা কাজে লাগাবো।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়