ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সন্তুষ্ট মুশফিকের চোখ এবার সাকিবদের দিকে 

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:২৩, ২৮ জানুয়ারি ২০২২
সন্তুষ্ট মুশফিকের চোখ এবার সাকিবদের দিকে 

প্রায় তিন ঘণ্টা জুড়ে অনুশীলনের পর মুশফিকুর রহিম ঘোষণা দিয়েছিলেন, বড় রান করে দলকে জেতানোর। ঠিক তাই করলেন। অপরাজিত ইনিংস খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর এবার তার নজর সাকিব আল হাসানের ফরচুন বরিশালের দিকে। 

শুক্রবার (২৮ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামকে ৬ উইকেটে হারায় খুলনা। মুশফিক অধিনায়কসুলভ ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 

ম্যাচ শেষে জানালেন, নিজের ব্যাটিং উপভোগের কথা। তবে এই জয়ে হাওয়ায় না ভেসে এখন মুশফিক প্রস্তুত হচ্ছেন সাকিবদের মুখোমুখি হওয়ার। 

নিজের ব্যাটিং উপভোগের কথা জানিয়ে মুশফিক বলেন, ‘নিজের ব্যাটিং আজ উপভোগ করেছি। শেষ কয়েকটি ইনিংসে আমি খুব বেশি সময় পাইনি। অন্য প্রান্ত থেকে ফ্লেচার ভালো করেছে। সে আমার কাজটা সহজ করে দিয়েছে। ভালো লাগছে। আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে। কালও একটি বড় ম্যাচ আছে। আমরা সেটার জন্য প্রস্তুত হচ্ছি।’

তিন উইকেট পড়ে গেলে ফ্লেচার-মুশফিক দলের হার ধরেন। দুজনের জুটি থেকে আসে ৪৬ রান। চট্টগ্রামকে ১৪৪ রানের মধ্যে আটকে দেওয়ায় বোলারদের প্রশংসাও করেন মুশফিক। 

‘ছেলেরা এই উইকেটে যেভাবে বোলিং করেছে সেটা এক কথায় অসাধারণ। ফিল্ডিংও দারুণ ছিল। আমরা জানতাম এই উইকেটটা কেমন হবে। তাই আমরা উইকেট নিয়ে না ভেবে নিজেদের দক্ষতা নিয়ে ভেবেছি। চেষ্টা করেছি ওদের অল্প রানে বেঁধে ফেলতে।’

জয় দিয়ে বিপিএল শুরু করেছিল খুলনা। কিন্তু পরের ম্যাচেই দেখতে হয়েছে হারের মুখ। তৃতীয় ম্যাচে এসে আবার ফিরেছে জয়ের ধারায়। এবার সামনে সাকিবের দল। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা বরিশালের মুখোমুখি হবে খুলনা

চট্টগ্রাম/রিয়াদ  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ