ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরফের দেশে মাশরাফি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১১ মার্চ ২০২২   আপডেট: ২২:৫৫, ১১ মার্চ ২০২২
বরফের দেশে মাশরাফি

ব্যাকপেইনের সমস্যায় ভুগছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চিকিৎসা করাতে সম্প্রতি ভারতে গিয়েছেন তিনি। সঙ্গে নিয়েছেন পরিবারকেও।

চিকিৎসা করানোর ফাঁকে তিনি ঘুরে এসেছেন ভুস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মিরে। বর্তমানে যেটা বরফে আচ্ছাদিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশ্মিরে কাটানো সময়ের ছবি শেয়ার করছেন নড়াইল এক্সপ্রেস। তার স্ত্রী সুমনা হক সুমির ফেসবুক ওয়াল জুড়েও শোভা পাচ্ছে কাশ্মিরের বিভিন্ন লোকেশনের ছবি ও ভিডিও।

মাশরাফির প্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম কাশ্মির। বেশ কয়েকবার তিনি সেখানে গিয়েছেন। ২০১৬ সালে সেখানে গিয়েও ভক্তদের কবলেও পড়েছিলেন। তাদের সঙ্গে ক্রিকেটও খেলেছিলেন সেখানে।

ব্যাকপেইনের কারণে মাশরাফি সদ্য সমাপ্ত বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারেননি। ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ডিপিএলে এবার মাশরাফি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে চিকিৎসা করাতে ভারত গিয়েছেন তিনি। যাওয়ার আগে জানিয়ে গিয়েছিলেন যে, চিকিৎসার পর আর কোনো সমস্যা হবে না তার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়