ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যানসিটিকে জরিমানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১৩ মে ২০২২  
ম্যানসিটিকে জরিমানা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন অ্যাটলেটিকোর ডিফেন্ডার ফেলিপে। এই ঘটনায় উভয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ম্যানসিটিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ম্যানসিটি। অবশ্য সেমিফাইনালে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় তারা।

তবে সেমিফাইনালে অ্যাটলেটিকোর মাঠে উত্তেজনা ছড়ানোর ঘটনায় ম্যানসিটিকে শুক্রবার জরিমানা করেছে উয়েফার গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি। স্কাই ব্লুজদের ১৪ হাজার ইউরো তথা ১২ লাখ ৬৩ হাজার ৫২১ টাকা জরিমানা করা হয়।

তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে কোনো জরিমানা করা হয়নি। যদিও অ্যাটলেটিকোর ডিফেন্ডার স্টেফান সাভিক ম্যানসিটির জ্যাক গ্রেয়ালিশের চুল ধরে টান দিয়েছিলেন।

অ্যাটলেটিকোর মাঠে ম্যানসিটির খেলোয়াড়দের উত্তেজনা ছড়ানোর ঘটনাকে অযথাযথ আচরণ বলে উল্লেখ করেছে উয়েফা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়