ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইপিএলে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন ধোনি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২০ মে ২০২২  
আইপিএলে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন ধোনি 

আইপিএলের এবারের আসর থেকে আগেই চেন্নাই সুপার কিংসের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আজ শুক্রবার নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই। চলতি আসরের শুরু থেকেই প্রশ্ন ছিল মাহেন্দ্র সিং ধোনি কি তার শেষ আসর খেলছেন? শুক্রবার ম্যাচ শুরুর আগে একই প্রশ্ন করা হয়েছিল। তবে ধোনি আশ্বস্ত করেছেন, এটাই তার শেষ আইপিএল নয়।

তিনি বলেছেন, ‘অবশ্যই ২০২৩ আইপিএলে থাকবো। কারণ, চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ না বলাটা অযৌক্তিক হবে। একইরকমভাবে চেন্নাইর ভক্ত-সমর্থকদেরও ধন্যবাদ না বলাটা অশোভনীয় হবে।’

এবারের আইপিএলের শুরুতেই অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। তার পরিবর্তে চেন্নাইর অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু তার নেতৃত্বে ধুকছিল চেন্নাই। শেষ দিকে এসে ধোনিকে অধিনায়ক করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। এবারের আসর থেকে আগেই বিদায় নিতে হয় চারবারের চ্যাম্পিয়নদের। 

অবশ্য ধোনির নেতৃত্বে চারবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই। এবার বিদায় নিলেও বিদায় নিচ্ছেন না ধোনি। তিনি ২০২৩ সালে আবার ফিরবেন হলুদ জার্সি গায়ে। চেন্নাই ও চেন্নাইর ভক্তদের শেষবারের মতো ধন্যবাদ জানাবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ