ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিশোধে বিশ্বাসী নয় লিভারপুল কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৬ মে ২০২২   আপডেট: ১৬:১৬, ২৬ মে ২০২২
প্রতিশোধে বিশ্বাসী নয় লিভারপুল কোচ

চার বছর আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। শনিবার আবারও ইউরোপের দুই জায়ান্ট শিরোপার লড়াইয়ে মুখোমুখি। এই ম্যাচে আগের হারের বদলা নেওয়ার তীব্র ইচ্ছার কথা প্রকাশ করেছেন মোহাম্মদ সালাহ। কিন্তু অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ পরিষ্কার জানিয়ে দিলেন, প্রতিশোধে বিশ্বাসী নয় তিনি।

২০১৮ সালের ফাইনালে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে যায় লিভারপুল। দুই দল এবার মুখোমুখি হচ্ছে প্যারিসের স্তাদে দে ফ্রান্সে। এই ম্যাচ ঘিরে অন্যরকম আবহ বিরাজ করছে লিভারপুলের ক্যাম্পে, প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে আছেন খেলোয়াড়রা। সালাহ নিজেই বলেছেন সেই কথা। কিন্তু ক্লপ একটু অন্য ধাঁচের।

লিভারপুলের কোচ বলেছেন, ‘আমি প্রতিশোধে বিশ্বাসী নই। আমি মনে করি না প্রতিশোধ চমৎকার কোনো ধারণা। আমি ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু আমি নিশ্চিত নয় সেটা করা ঠিক হবে কি না।’ 

এই ম্যাচ ‘প্রতিশোধের’- সালাহর এমন অভিমতের প্রতিক্রিয়ায় ক্লপের ভাষ্য, ‘আমি বুঝতে পারছি মো (সালাহ) কী বলেছে, তার জায়গায় সে ঠিক, আমার জায়গায় আমি। জার্মানিতে আমরা বলি, জীবনে সবসময় আপনার দুইবার দেখা হবে। এটার মানে যেটা, তার চেয়ে এটি অনেক বেশি হুমকির মতো শোনায়। এটা অনেকটা এরকম, প্রথম দেখায় ভালো আচরণ করুন, কারণ আপনার যদি আবার দেখা হয় তাহলে প্রতিক্রিয়া পাবেন।’

ক্লপ আরও বললেন, ‘আমার ও আমাদের এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সবকিছু সুন্দর আছে। এটা হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের ফুটবল। কেউ যদি মনে করে ২০১৮ সালে যা ঘটেছিল সেটার জন্য নয়, এইবার আমাদের জয়ের দারুণ সুযোগ, তাহলে সেটাই হবে ভালো ধারণা। এটা হবে কারণ আমরা মাঠে সঠিক সিদ্ধান্তগুলো নেই এবং আমি আশা করি আমরা সেটা করতে পারবো।’

ইউরোপ সেরার মঞ্চে এটি লিভারপুলের নবম ফাইনাল এবং ১৬তম রিয়ালের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়