ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টাইন ক্লাবের প্রধান কোচ তেভেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২২ জুন ২০২২  
আর্জেন্টাইন ক্লাবের প্রধান কোচ তেভেজ

চলতি মাসের শুরুতে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন কার্লোস তেভেজ। খেলা ছাড়ার তিন সপ্তাহ না যেতেই আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড নতুন অধ্যায় শুরু করলেন। স্বদেশী ক্লাব রোজারিও সেন্ট্রালের কোচ নিযুক্ত হয়েছেন তিনি।

৩৮ বছর বয়সী সাবেক এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে রোজারিও। ক্লাবটি চার ম্যাচ শেষে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে ২৮ দলের মধ্যে ২২তম।

আরো পড়ুন:

কোচের দায়িত্ব পেয়ে তেভেজ বললেন, ‘আমার ভাইদের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি কোচ হতে যাচ্ছি। আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন কোচিং করাতে প্রস্তুত আমি।’

আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার সঙ্গে তেভেজের একমাত্র প্রাপ্তি ২০০৪ সালের অলিম্পিক স্বর্ণ জয়। কিন্তু কোপা আমেরিকায় তিনবার ফাইনালে খেললেও ছুঁয়ে দেখা হয়নি ট্রফি।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত  আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন তেভেজ। ৭৬ ম্যাচে তার গোল ১৫টি। 

লম্বা ক্লাব ক্যারিয়ারে শেষবার খেলেছেন স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্সে। গত এক বছর ধরে কোনো ক্লাবের ছিলেন না তেভেজ। সবশেষ জুনের প্রথম সপ্তাহে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়