ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশকে টপকালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৩ জুন ২০২২   আপডেট: ১২:৪৯, ২৩ জুন ২০২২
বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশকে টপকালো ইংল্যান্ড

গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছিল বাংলাদেশ। ৯৫ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডকে পেছনে ফেলেছিল তারা। চার মাসের ব্যবধানে ইংলিশরা শীর্ষস্থান পুনরুদ্ধার করলো।

আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের দুটি জিতে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছিল, ১৮ ম্যাচে এই পয়েন্ট অর্জন করেছিল তারা। 

আরো পড়ুন:

আর ৯৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করে ইংল্যান্ড। বুধবার নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে ১২৫ পয়েন্ট পেলো বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচে ১২ জয় তাদের। ডাচদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।

বাংলাদেশের সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ইংল্যান্ডের সামনে। ১২ জুলাই থেকে ঘরের মাঠে তারা মুখোমুখি হচ্ছে ভারতের। এই সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে। 

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়